নাটরে বিএনপি ছাত্রলীগ সংঘর্ষ : গুলিবিদ্ধ ২

নিজস্ব প্রতিবেদক, নাটোর: - নাটোরে বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষে সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেল সহ দুইজন গুলিবিদ্ধ হয়েছে। আশঙ্কাজনক অবস্থা দুইজনকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে শহরের হাফরাস্তা এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শরীরা জানায়, আজ বেলা সাড়ে ১১টার দিকে ছাত্রলীগ শহরে মোটরসাইকেল নিয়ে শোডাউন বের করে। এসময় বিএনপির নব নির্বাচিত কমিটির পরিচিত সভায় যোগদানের জন্য বিএনপির অস্থায়ী কার্যালয়ে জড়ো হয়েছিলেন বিএনপির নেতা-কর্মীরা। এসময় ছাত্রলীগের মিছিলও সেখানে আসলে ছাত্রলীগ- বিএনপির মধ্যে সংঘর্ষ ও গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এতে সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেল (২৬) এবং পথচারী আনসার সদস্য সোহেল রানা (৩৫) গুলিবিদ্ধ হয়।
এসময় স্থানীরা গুলিবিদ্ধদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত ঘটনার সত্যতা স্বীকার করে সিল্কসিটি নিউজকে জানান, সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এদিকে গুলিবিদ্ধর ঘটনায় পরশপরকে দোষারোপ করেছেন বিএনপি ও ছাত্রলীগ।
এবিষয়ে নাটোর জেলা ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলাম মাসুম বলেন, জেলা ছাত্রলীগ শহরে একটি মিছিল বের করে। মিছিলটি স্টেশন বাজার হয়ে শহরের দিকে আসার পথে হাফরাস্তা মোড়ে ছাত্রলীগে মিছিলে বিএনপির ক্যাডাররা গুলি বর্ষন করে। এসময় তাদের গুলিতে সদর ছাত্রলীগের সাধারণ সম্পাদক গুলিবিদ্ধ হয়েছে।
রাজশাহী বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি রুহুর কুদ্দুস তালুকদার দুলু বলেন, আমার সহ ধর্মনী এবং জেলা বিএনপির সহ সভাপতি সাবিনা ইয়াসমিন ছবি সিংড়ায় বিএনপির অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। এসময় আওয়ামী সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতিতে আমার বাড়িতে হামলা করেছে। আমি দোষিদের দৃস্টান্ত মুলক শ্বাস্তি দাবী করছি।

মন্তব্যসমূহ