কপিলমুনি প্রেস ক্লাবে নিরাপদ সড়ক চাই এর উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত


এ কে আজাদ, কপিলমুনি থেকে:- ৫০ হাজার টাকা চাঁদা দাবী ও পুজা বন্ধে হুমকির মিথ্যা অভিযোগের প্রতিবাদে কপিলমুনি দক্ষিণাঞ্চল নিরাপদ সড়ক চা'ই এর উদ্যোগে এক প্রতিবাদ সভা মঙ্গলবার বিকালে কপিলমুনি প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ সড়ক চাই দক্ষিণাঞ্চল কপিলমুনি শাখার সভাপতি এইচ এম শফিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পাইকগাছা নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট আইনজীবী এড. প্রশান্ত কুমার মন্ডল। বক্তব্য রাখেন কপিলমুনি বণিক সমিতির সাধারণ সম্পাদক ও আ'লীগনেতা সরদার গোলাম মোস্তফা, অলোক হালদার, গাজী নজরুল ইসলাম, সাহিনুর ইসলাম, আলমগীর হোসেন, ইকবাল হোসেন, টুটুল সহ আরো অনেকে। বক্তারা প্রকৃত ঘটনা আড়াল করে মিথ্যা কলঙ্ক লেপনের চেষ্টায় নিয়োজিত তথা কথিক নাটকবাজদের হুশিয়ার করে বলেন, তোমরা আর নাটক করোনা। তোমাদের কে মানুষ চেনে। রাজ্জাক যতগুলো প্রতিষ্ঠানে জড়িত সে সবের বারান্দায় উঠার নুন্যতম যোগ্যতা তোমাদের নাই। তাই এতো গাঁয়ের জ্বালা। চাঁদা দাবীর মিথ্যা অভিযোগ করে এবং মানব বন্ধনের নাটক করে জ্বালা মিটিয়ে নিতে চাইছো? তোমরা যারাই ঘোলা পানিতে মাছ শিকার করো মাছ তোমরা ধরতে পারবে না। বক্তারা আরও বলেন ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে জুয়া খেলা হতে দেয়া হবে না। সে কারনে তোমাদের এত জ্বলছে। আইনশৃঙ্খলার অবনতির কথা ভেবে জুয়া বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

মন্তব্যসমূহ