কয়রায় হরিনের মাংস সহ আটক ২

কয়রা প্রতিনিধি :- জেলায় কয়রা থানা পুলিশ অভিযান চালিয়ে ২০ কেজি হরিণের মাংসসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, রবিবার ভোর ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কয়রা থানার এসআই কামরুল ইসলাম ও এএসআই শামিনুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার জোড়শিং বাজার সংলগ্ন এলাকা থেকে হরিণের ২০ কেজি মাংস, পা ও ভুঁড়িসহ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন জোড়শিং গ্রামের হুমায়ুন কবির হুদা (৩৮) ও ৬নং কয়রা গ্রামের খোকন মোল্যা (৪২)। কয়রা থানার ওসি মোঃ এনামুল হক বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বন্য প্রাণী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্যসমূহ