যশোরে চলছে ইয়াবার হোম ডেলিভারি

যশোর : যশোর শহরে ইয়াবা এখন হোম ডেলিভারি সিস্টেমে হাতে মিলছে। মোবাইলে ফোন করে অর্ডার দিলেই ইয়াবা আপনার হাতে পৌছে যাচ্ছে। আর নতুন পদ্ধতির এ মাদক ব্যবসা শুরু করেছে শহরের মাড়োয়ারি মন্দির এলাকার রিপন সিন্ডিকেট।
অভিযোগে জানা যায়, যশোরে মাদক ব্যবসার ঐতিহ্য যুগের পর যুগের। এখানে নতুন নতুন স্টাইলে মাদকের সব রকমের ব্যবসা চলে থাকে। এরই সূত্র ধরে এবার নতুন স্টাইলে যশোরে শুরু হয়েছে ইয়াবার হোম ডেলিভারি ব্যবসা। এ কাজটি চালু করেছে সাবেক মিডটাউন আবাসিক হোটেলের পূর্বদিকের গলির মাদক বিক্রেতা রিপন। আর এ কাজে তার সিন্ডিকেটে রয়েছে জালাল, বাবু, মহারাজ, হাফিজুর, চা বিক্রেতা রাজুসহ ১০/১২জন। এ ইয়াবা সিন্ডিকেটের অর্থ জোগানদাতা হচ্ছে, নাইটগার্ড কাশেমের ভাই সাইদুর।
সূত্র জানায়, রিপন নতুন এ সিন্ডিকেটের মাধ্যমে ইয়াবা হোম ডেলিভারি সিস্টেম চালু করেছে। ক্রেতারা তার মোবাইলে ফোন করলেই সে তার সদস্যদের মাধ্যমে মাদকদ্রব্য হাতে হাতে পৌছে দিচ্ছে। তার ইয়াবা জমা করে রাখা হয় ওই গলির বিল্লাল ও রাজুর চায়ের দোকানে। এ সিন্ডিকেটের দখলে এখন চুড়িপট্টি, লালদিঘীর পাড়, রেলরোডসহ আশেপাশের এলাকা। সিন্ডিকেটের সদস্যরা সকাল থেকে গভীররাত পর্যন্ত চৌরাস্তামোড়ের উত্তরা ব্যাংকের সামনে বসে থাকে। এসময় ফোনে ফোনে সেবীরা ইয়াবাসহ মাদকদ্রব্য চাইলে তাদের হাতে হাতে সিন্ডিকেটের সদস্যরা পৌছে দিচ্ছে। এ কারণে তাদের ব্যবসা এখন রমরমা আকার ধারণ করেছে। এলাকাবাসী স্থানীয় যুবসমাজকে মাদকের ভয়াল নেশা থেকে রক্ষার জন্য হোম ডেলিভারি সিন্ডিকেটের বিরুদ্ধে পুলিশি কার্যকরি পদক্ষেপ দাবি করেছে। (ওয়াল্ড বিডি)

মন্তব্যসমূহ