সোনার নৌকা উপহার নিয়ে বেকায়দায় এমপি শরীফ

ময়মনসিংহের তারাকান্দায় বঙ্গবন্ধু কলেজ জাতীয়করণ হওয়ায় স্থানীয় এমপি শরীফ আহমেদ উপহার হিসেবে সোনার নৌকা পেয়েছেন। বিষয়টি নিয়ে বেকায়দায় পড়েছেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের এ এমপি।
১৭ ডিসেম্বর রোববার রাতে কলেজের পক্ষ থেকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে এ উপহার পান তিনি।
গত রোববার সন্ধ্যার পর তারাকান্দা বঙ্গবন্ধু কলেজ মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাংসদ ও সংগীতশিল্পী মমতাজ। মমতাজ ওই অনুষ্ঠানে ১২টি গান গেয়ে শোনান।
এলাকাবাসী ও কলেজ সূত্রে জানা যায়, কলেজ জাতীয়করণ উপলক্ষে তারাকান্দা বঙ্গবন্ধু কলেজের পক্ষ থেকে সাংসদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ সাজ্জাদ আহমেদ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। সাজ্জাদ আহমেদ সাংসদ শরীফ আহমেদের ছোট ভাই।
স্থানীয় সূত্রে জানা যায়, সাংসদকে সংবর্ধনা দেওয়া উপলক্ষে প্রায় এক সপ্তাহ আগে থেকে প্রস্তুতি শুরু হয়। কলেজ চত্বর ও আশপাশের এলাকায় সংসদের ছবি-সংবলিত বেশ কিছু তোরণ নির্মাণ করা হয়। গত রোববার সন্ধ্যার আগে শুরু হওয়া অনুষ্ঠানটি মমতাজের গানের মাধ্যমে শেষ হয় রাতে। সন্ধ্যার পর আনুষ্ঠানিকভাবে সাংসদকে সোনার নৌকা তুলে দেন অধ্যক্ষ সাজ্জাদ আহমেদ। এ সময় কলেজের অন্য শিক্ষকেরা পাশে ছিলেন।
সাংসদ ও কলেজের অধ্যক্ষ উপহার হিসেবে সোনার নৌকা দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। তবে অধ্যক্ষ বলেন, পিতল আর বোঞ্জের মিশ্রণে একটু ভালো মানের একটি নৌকা সাংসদকে উপহার হিসেবে দেওয়া হয়েছে। সোনার নৌকা।

মন্তব্যসমূহ