রাজশাহী মহানগরীর কুমারপাড়া পদ্মা নদীর ধারে একটি গরু চোরাবালিতে আটকা পড়ে। পরে তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা।
আজ বুধবার পৌনে ১০টার দিকে কুমারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গরুর মালিক একই এলাকার শ্রী রঞ্জিত ঘোষ। তার এই গরুটি অস্ট্রেলিয়ান জাতের।
স্থানীয়রা জানায়, গরুটি নদীর ধারে বাধা ছিলো। কোন ভাবে ছুটে গিয়ে চোররাবালিতে আটকা পড়ে। পরে তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীসহ স্থানীয়রা উদ্ধার করে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ আহম্মেদ
সিল্কসিটিনিউজকে নিশ্চিত করেছেন।



মন্তব্যসমূহ