রাজশাহীতে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন!

নিউজ ডেক্স :-  রাজশাহীতে ছেলের ছুরিকাঘাতে নওশের আলী (৫২) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। এ ঘটনার পর নিহত নওশেরের ছেলে রাসেল আলী (৩০) পুলিশ গ্রেপ্তার করে। রাসেলের বাড়ি জেলার পবা উপজেলার বাগধানি গ্রামে।
পবা থানার ওসি পরিমল কুমার চক্রবর্তী জানান, রোববার বিকেলে উপজেলার তেঘর এলাকা থেকে রাসেলকে গ্রেপ্তার করা হয়। এর আগে ভোররাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার বাবা নওশের আলী মারা যান।
দুপুরে রামেকের মর্গে তার লাশের ময়নাতদন্ত করা হয়। এ ঘটনায় নিহত নওশের আলীর ছোট ছেলে মনির হোসেন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে জানান ওসি।
পরিমল বলেন, শনিবার সকালে রাসেল তার স্ত্রীকে মারধর করেন। বিষয়টি জানতে পেরে তার বাবা তাকে বকাঝকা করেন। এতে ক্ষিপ্ত হয়ে রাসেল তার বাবাকে ছুরি দিয়ে আঘাত করেন।
পরে পরিবারের সদস্যরা আহত নওশের আলীকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোররাতে তার মৃত্যু হয়। সকালে পুলিশ অভিযান চালিয়ে রাসেল আলীকে গ্রেপ্তার করে।
ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল তার বাবাকে ছুরিকাঘাতের বিষয়টি স্বীকার করেছেন। সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

মন্তব্যসমূহ