ট্রাক চাপায় সাবেক ছাত্রলীগ নেতা উজ্জলের শেষ যাত্রায় হাজারো মানুষের শ্রদ্ধা নিবেদন : কমিশনার রবি বিপদমুক্ত
স্নেহেন্দু বিকাশ ,সাতক্ষিরার ভোমরা বন্দরে পাথর বোঝাই ঘাতক ট্রাক প্রান কেড়েনিল পাইকগাছা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা কমিটির সহ-সভাপতি উজ্জ্বল কুমার সরকার(২৫)এর। নিহত উজ্জ্বল পূজা পরিষদ নেতা ও পৌর সদরের বাতিখালী গ্রামের অনাথ বন্ধু ( ঠাকুর) এর বড় ছেলে। এ দিকে নিহতের বন্ধু উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ- সভাপতি ও পৌর কাউন্সিলর রবিশংকর হাত-পা ভেঙে আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। বুধবার বিকেলে ময়না তদন্ত শেষে উজ্জ্বলের মৃতদেহ বাড়ীতে পৌছালে এ সময় এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। এক পর্যায়ে শ্বশ্মান ঘাটের উদ্যেশ্যে যাত্রা করে উজ্জ্বলের মরদেহ কোট চত্বরে নেওয়া হলে এ সময় হাজারো মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানিয়ে চির বিদায় জানান। এ সময় উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সম বাবর আলী, পৌর মেয়র মোঃ সেলিম জাহাঙ্গীর ও কাউন্সিলর বৃন্দ, দূর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক জিএম আজাহারুল ইসলাম,আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ পঙ্কজ কুমার ধর,সম্পাদক এ্যাডঃ শেখ তৈয়ব হোসেন নুর, -পাইকগাছায় প্রেসক্লাব সভাপতি এ্যাডঃ এফএমএ আঃরাজ্জাক ও তার সহকর্মীবৃন্দ, রাজনৈতিক, সামাজিক সংগঠন , বিভিন্ন শ্রেনি ও পেশার মানুষ জড়ো হন। এর আগে নিহতের বাড়ীতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে আ'লীগের সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান,আহবায়ক কমিটির সদস্য সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আঃ রাজ্জাক মলঙ্গী, পৌর আহবায়ক ও জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, বিএনপির সাবেক সভাপতি এ্যাডঃ জিএ সবুর,পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরন কুমার সাধু,জাপার সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীরসহ আ'লীগ, বিএনপি,সিপিবি,যুবলীগ-ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা সমবেত হন। এদিকে আশঙ্কা মুক্ত অবস্থায় কাউন্সিলর রবিশংকর কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে বলে তাঁর পারিবারিক সুত্র জানিয়েছেন।এর আগে রবিকে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। জানাগেছে এই দুই বন্ধু ব্যবসায়িক কাজে মঙ্গলবার সন্ধায় ভোমরা স্থল বন্দরে পৌছে বন্দরের জাহাঙ্গীরের চায়ের দোকানে বসে চা পান করা অবস্থায় ভারত থেকে আমদানিকৃত পাথর বোঝাই ডই- ৭৩ অ-৬২০৩ ঘাতক ট্রাকটি ভোমরা থেকে বাঁশকল নামকস্থানের দিকে যাবার পথে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গিয়ে চাপা পড়লে ঘটনাস্থলে উজ্জ্বল নিহত হন। এ সময় হাত-পা ভেঙে রবিশংকর সহ স্থানীয় আরো দু ব্যক্তি আহত হন। এদিকে চিকিৎসাধীন পূজ পরিষদের সহ-সভাপতি কাউন্সিলর রবিশংকরের আরোগ্য কামনা ও সংগঠনের নেতার পুত্র উজ্জ্বলের অকাল মৃত্যুতে শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়ে শোক বিবৃতি প্রদান করেছেন পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরন কুমার সাধু, সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস সহ উপজেলা ,ইউনিয়ন ও পৌর কমিটির নেতৃবৃন্দ ।



মন্তব্যসমূহ