পাইকগাছার সোলাদানা বাজারে শাফলা ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরন

পাইকগাছা প্রতিনিধি :- আজ

 সোলাদানা বাজার চত্ত্বরে শাপলা ক্লাবের উদ্যোগে দুস্থ্ পরিবারের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। উক্ত ক্লাবটি ইং- ১৯৮২ সালে পাইকগাছা পৌরসভার সাবেক সফল মেয়র মরহুম এস,এম, মাহবুবর রহমানের অক্লান্ত প্রচেষ্টায় এলাকার মানুষের সহযোগীতায় প্রতিষ্ঠিত হয়।
        উক্ত শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শীত বস্ত্র বিতরণ করেন ৫নং সোলাদানা ইউনিয়নের বার বার নির্বাচিত জননন্দিত সুযোগ্য চেয়ারম্যান জনাব, এস,এম, এনামুল হক। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ড সদস্য জনাব, বি,এম, আরেফিন আলী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৭,৮,৯নং ওয়ার্ড সদস্যা জনাবা, কল্যানী মন্ডল, মো: শহিদুল ইসলাম সানা, মো: হালিম বিশ্বাস, মো: মোহর আলী সরদার, বাবু নির্মল চন্দ্র মন্ডল, মো: আব্দুস সালাম সানা, মো: আবুল কালাম আজাদ, মোহাম্মদ আলী গাজী, মো: লিয়াকত আলী খা, মো: নজরুল ইসলাম সানা, মো: মোস্তফা সানা, বাবু দিনবন্ধু সানা, বাবু, প্রশান্ত কুমার মন্ডল, মো: নজরুল বিশ্বাস, মো: কাশেম মল্লিক, মো: কাশেম মল্লিক, বাবু রমেশ মন্ডল, বাবু সুশান্ত কুমার সানা, বাবু নির্মল মন্ডল, মো: মুজিবর গাজী, মো: শফিউল্ল্যা বিশ্বাস, সহ আরো অনেকে।
উক্ত অনুষ্ঠানের শেষে মরহুম এস,এম, মাহবুবর রহমানের আত্মার মাগফিরত কামনা করা হয়।

মন্তব্যসমূহ