পাইকগাছায় ৬ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার ২

(ফাইল ফটো)
পাইকগাছা প্রতিনিধি :- পাইকগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে পৌর সদরের একটি ভাড়াটিয়া বাড়ী থেকে ৬ বোতল ফেনসিডিল সহ ২ জন কে আটক করেছে। শনিবার দুপুর ১২টার দিকে এস,আই আবু সাঈদ গোপন সংবাদের ভিত্তিতে পৌর সদরের বাবু -এর ভাড়াটিয়া পল্লব মান্না (বাবু) ও রমেছা বেগম ওরফে মনজুয়ারাকে ৬ বোতল ফেনসিডিল সহ হাতে-নাতে আটক করে। পল্লব ভাড়াটিয়া হিসেবে সেখানে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। তার বাড়ী যশোরে। অন্যদিকে রমেছা বেগম পাটকেলঘাটার তেচ্ছি গ্রামের ঠিকানা দিলেও পুলিশ তা খতিয়ে দেখছে। পুলিশ জানিয়েছে, এরা দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা চালিয়ে আসছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল। যানাগেছে মনজুয়ারা দীর্ঘদীন যাবত মাদক সহ বিভিন্ন চোরায় পন্য ও ব্লাক পন্য চোরাচালান করে আসছে।

মন্তব্যসমূহ