পাইকগাছা প্রতিনীধি ॥ পাইকগাছার
গদাইপুর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড মটবাটীতে কর গণশুনানী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার, সকালে উপজেলার গদাইপুর ইউনিয়নে ৩নং ওয়ার্ডে মঠবাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান-২ জগন্নাথ দেবনাথের সভাপতিত্বে গণশুনানী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সুইজারল্যান্ডের বাংলাদেশ হাই কমিশনার মিঃ রেনে হলেরষ্টেইন। বিশেষ অতিথি ছিলেন, শরিফ প্রকল্পের বাংলাদেশ ন্যাশনাল কো-অর্ডিনেটর তীর্থ স্বারতী সিকদার, ম্যানেজার বিলকিস বেগম, গদাইপুর ইউপি চেয়ারম্যান গাজী জোনায়েদুর রহমান। বক্তব্য রাখেন, শিক্ষক এস.এম মোজাম্মেল হক, কল্লোল মল্লিক, এস.এম বাবুল আক্তার, প্যানেল চেয়ারম্যান-১ জাকির হোসেন লিটন, সন্তোষ সরকার, মনিন্দ্র দেবনাথ, শিক্ষক শিবশংকর রায়, প্রজিৎ কুমার রায়, ইউপি সদস্য জবেদ আলী গাজী, আজিবার রহমান, আঃ হাকিম, আব্দুর রাজ্জাক, বাবলু সরকার, উত্তম বিশ্বাস। অনুষ্ঠানটি পরিচালনা করেন হারান চন্দ্র ঢালী।
গদাইপুর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড মটবাটীতে কর গণশুনানী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার, সকালে উপজেলার গদাইপুর ইউনিয়নে ৩নং ওয়ার্ডে মঠবাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান-২ জগন্নাথ দেবনাথের সভাপতিত্বে গণশুনানী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সুইজারল্যান্ডের বাংলাদেশ হাই কমিশনার মিঃ রেনে হলেরষ্টেইন। বিশেষ অতিথি ছিলেন, শরিফ প্রকল্পের বাংলাদেশ ন্যাশনাল কো-অর্ডিনেটর তীর্থ স্বারতী সিকদার, ম্যানেজার বিলকিস বেগম, গদাইপুর ইউপি চেয়ারম্যান গাজী জোনায়েদুর রহমান। বক্তব্য রাখেন, শিক্ষক এস.এম মোজাম্মেল হক, কল্লোল মল্লিক, এস.এম বাবুল আক্তার, প্যানেল চেয়ারম্যান-১ জাকির হোসেন লিটন, সন্তোষ সরকার, মনিন্দ্র দেবনাথ, শিক্ষক শিবশংকর রায়, প্রজিৎ কুমার রায়, ইউপি সদস্য জবেদ আলী গাজী, আজিবার রহমান, আঃ হাকিম, আব্দুর রাজ্জাক, বাবলু সরকার, উত্তম বিশ্বাস। অনুষ্ঠানটি পরিচালনা করেন হারান চন্দ্র ঢালী।

মন্তব্যসমূহ