পাইকগাছা উপজেলা সাস্থ কমপ্লেক্সের একযোগে কর্তব্যরত ৬ ডাক্তারেরর কাছে পূর্ববাংলা কমিনিষ্ট পার্টির নামে চাঁদা দাবী অন্যথায় জানমালের ক্ষতি সাধনের হুমকি। নিরাপত্তার আসংখ্যায় থানায় জিডি।
জিডি সূত্রে যানাযায়,আজ দুপুর ২টার দিকে বিল্পব নামে পূর্ববাংলা কমিনিষ্ট পার্টির পরিচয় দিয়ে পাইকগাছা সাস্থ কমপ্লেক্সর কর্তব্যরত ডাক্তারদের ফোনে বলা হয় তাদের দলের কয়েকজন সদস্য খুব অসুস্থ তাদের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন সেজন্য ডাক্তারদের কাছে চাঁদা দিতে হবে নইলে ডাক্তার সহ তাদের বৌ,বাচ্চাদের জীবন নাশের হুমকি দেয়া হয়। জিডি সুত্রে আরো যানাযায় ডাক্তার প্রভাত কুমার দাশ আজ খুলনায় মাসিক সভায় অবস্থান কারকালীন ০২.০৮ মিনিটে তার কাছে ফোন করে উপরুক্ত হুমকি প্রদান করে। তিনি সভা শেষ করে কর্মস্থলে পৌছানোর পর জানতে পারেন হাসপাতালের আরো চার ডাক্তারের নিকট একি নাম্বার দিয়ে পাশাপাশি সময়ে ফোন করে একি ধরনের হুমকি প্রদান করে। ডাঃ আঃ রব কপিলমুনির হাসপাতাল ০১.৫৭ মিনিটে এবং পাইকগাছা হাসপাতালের বাকি চার ডাক্তার যথাক্রমে ১। ডাঃ মিঠুন দেবনাথ ০২.০০ঘটিকা ২। ডাঃ সঞ্জয় কুমার মন্ডল দুপুর ০২.০১ মিনিটে ৩।ডাক্তার প্রশান্ত কুমার মন্ডল কে দুপুর ০২.০৩ মিনিট ৪। ডাঃ সুজন কুমারের নিকট ০২.০৬ মিনিটে একি চাঁদা ও হুমকি প্রদান করে। ফলে হাসপাতালের কর্তব্যরত ডাক্তাররা নিরাপত্তাহীনতায় ডাঃ প্রভাত কুমার দাশ পাইকগাছা থানায় একটি সাধারন ডাইরি করেছে জিডি নং ৮৪৮ / ১৮.১২.১৭ইং। হুমকি বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বিল্পব বলেন বিষটি আমরা গুরুত্বের সাথে বিবেচনা করছি। তদন্তের সার্থে এর চেয়ে বেশি কিছু বলতে চাইনা। হুমকির বিষয়ে ডাঃ প্রভাত কুমার দাশের কাছে যানতে তারমুঠোফোনে বার বার চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
জিডি সূত্রে যানাযায়,আজ দুপুর ২টার দিকে বিল্পব নামে পূর্ববাংলা কমিনিষ্ট পার্টির পরিচয় দিয়ে পাইকগাছা সাস্থ কমপ্লেক্সর কর্তব্যরত ডাক্তারদের ফোনে বলা হয় তাদের দলের কয়েকজন সদস্য খুব অসুস্থ তাদের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন সেজন্য ডাক্তারদের কাছে চাঁদা দিতে হবে নইলে ডাক্তার সহ তাদের বৌ,বাচ্চাদের জীবন নাশের হুমকি দেয়া হয়। জিডি সুত্রে আরো যানাযায় ডাক্তার প্রভাত কুমার দাশ আজ খুলনায় মাসিক সভায় অবস্থান কারকালীন ০২.০৮ মিনিটে তার কাছে ফোন করে উপরুক্ত হুমকি প্রদান করে। তিনি সভা শেষ করে কর্মস্থলে পৌছানোর পর জানতে পারেন হাসপাতালের আরো চার ডাক্তারের নিকট একি নাম্বার দিয়ে পাশাপাশি সময়ে ফোন করে একি ধরনের হুমকি প্রদান করে। ডাঃ আঃ রব কপিলমুনির হাসপাতাল ০১.৫৭ মিনিটে এবং পাইকগাছা হাসপাতালের বাকি চার ডাক্তার যথাক্রমে ১। ডাঃ মিঠুন দেবনাথ ০২.০০ঘটিকা ২। ডাঃ সঞ্জয় কুমার মন্ডল দুপুর ০২.০১ মিনিটে ৩।ডাক্তার প্রশান্ত কুমার মন্ডল কে দুপুর ০২.০৩ মিনিট ৪। ডাঃ সুজন কুমারের নিকট ০২.০৬ মিনিটে একি চাঁদা ও হুমকি প্রদান করে। ফলে হাসপাতালের কর্তব্যরত ডাক্তাররা নিরাপত্তাহীনতায় ডাঃ প্রভাত কুমার দাশ পাইকগাছা থানায় একটি সাধারন ডাইরি করেছে জিডি নং ৮৪৮ / ১৮.১২.১৭ইং। হুমকি বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বিল্পব বলেন বিষটি আমরা গুরুত্বের সাথে বিবেচনা করছি। তদন্তের সার্থে এর চেয়ে বেশি কিছু বলতে চাইনা। হুমকির বিষয়ে ডাঃ প্রভাত কুমার দাশের কাছে যানতে তারমুঠোফোনে বার বার চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

মন্তব্যসমূহ