শিবসা নিউজে সংবাদ প্রকাশের জেরে আ'লীগ থেকে সাময়িক বহিস্কার হলেন পতাকা অবমাননাকারী শাহীন

মোঃ আসাদুল ইসলাম :- শিবসা নিউজে সংবাদ প্রকাশের পর টনক নড়েছে চাঁদখালী ইউনিয়ন আ'লীগের। শেষ পর্যন্ত সাময়িক বহিস্কার হলেন বিজয় দিবসে পাকিস্থানী পাতাকার আদলে চাঁদ তারা খচিত পাতাকা উত্তলনকারী আবু রায়হান শাহীন। অনলাইন ভিত্তিক শিবসা নিউজে সংবাদ প্রকাশ হলে ব্যপক আলোচনা সমালোচনা চলে এলাকায়।
    পাইকগাছায় মহান বিজয় দিবসে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে চাদখালী ইউনিয়ন আ'লীগের আহবায়ক কমিটির সদস্য আবু রায়হান শাহিনকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে দল থেকে সাময়িকভাবে বহিস্কারের সিধান্ত গ্রহন হয়েছে ।বৃহস্পতিবার শেষ বিকেলে উপজেলা আ'লীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মনছুর আলী গাজীর সভাপতিত্বে চাঁদখালী বাজারে দলীয় কার্যালয় চত্বরে আয়োজিত জরুরী সভায় মতামতের ভিত্তিতে এ সিধান্ত গ্রহন করেন। সভায় বক্তব্য রাখেন উপজেলা,ইউনিয়ন, ওয়ার্ড আ'লীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের পদ-পদবী ধারী নেতাকর্মীদের মধ্যে শেখ গোলাম রব্বানী,আজিজুল সরদার, নুরুল ইসলাম সরদার, মিনু সরদার,ডাঃ নরেন্দ্র নাথ মন্ডল, রুহুল আমিন, বাবর আলী গাজী, আলহাজ্ব আলতাফ সরদার, শাহাজান গাজী, ইছারুউদ্দিন গাজী, সুব্রত মন্ডল, আঃ বারিক গাজী,সারাফাত হোসেন মধু,আজিজ সরদার, দুলাল মীর ,আঃ গফুর সরদার,আঃ মজিদ,জবেদ সরদার,নজরুল সরদার,আবুল হোসেন, মোশারেফ মোড়ল,জাকির হোসেন,জাহাঙ্গীর হোসেন প্রমুখ। উল্লেখ্য ১৬ ডিসেম্বর বিজয় বিদসে আবু রায়হান শাহিন তাঁর নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান চৌমুনী বাজারে আল আমিন ফার্মেসীর ছাদে জাতীয় পাতাকার মধ্যে লাল সবুজের উপর চাঁনতারা খচিত পাতাকা উত্তোলন করেন বলে অভিযোগ উঠে। এ ঘটনা জানিহলে শিবসা নিউজে সংবাদ প্রকাশ হলে ক্ষোদ দলের মধ্যে তিব্র প্রতিক্রিয়া দেখা দিলে যার পরিপ্রক্ষিতে তাকে সাময়িক ভাবে বহিস্কার করার সিধান্ত গ্রহন করা হয়েছে। এদিকে পতাকা অবমাননাকারী আবু রায়হান শাহীন কে স্থায়ীভাবে বহিস্কার করার জর দাবী জানিয়েছেন দলের বিভিন্ন স্তরের নেতা কর্মি সাথে সাথে আইনের আওতায় এনে পাতাকা অবমাননার শাস্তীর দাবী এলাকার আ'লীগ নেতা কর্মিদের।


মন্তব্যসমূহ