পাইকগাছা প্রতিনীধি :- পাইকগাছায় ব্রততী রায় শিশু ও প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে লন্ডন প্রবাসী শেখ রউফ আহমেদের সহযোগিতায় ৫০জন প্রতিবন্ধীর মাঝে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। মঙ্গলবার দুপুরে বোয়ালিয়া হিতামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত অধ্যাপক সুশান্ত কুমার সাধুর সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ব্রততী রায় শিশু ও প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও সাবেক ব্যাংকার প্রজিৎ কুমার রায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী ও ট্রাস্টের ভিআইপি ডোনার এফসিএ শেখ রউফ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, শেখ রউফ আহমেদের সহধর্মিনী সেলিনা আহমেদ, শেখ রফিক আহমেদ, খুলনা জজ কোর্টের এ্যাডভোকেট শেখ তফসীর আহমেদ। বক্তব্য রাখেন, গদাইপুর ইউপির প্যানেল চেয়ারম্যান শেখ জাকির হোসেন লিটন, প্রাক্তন শিক্ষক কার্তিক চন্দ্র পাল, ইউপি সদস্য কাজী রবিউল ইসলাম, ট্রাস্ট সদস্য বিবেকানন্দ রায়, সিদ্ধার্থ মল্লিক। অনুষ্ঠানে বক্তারা দীর্ঘ আলোচনার পর ব্রততী রায় শিশু ও প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্টের নামে মঠবাটীতে ১৫ কাঠা জমির কেনার জন্য সিদ্ধান্ত প্রদান করেন এবং এ্যাডঃ শেখ তফসীর আহমেদ ট্রাস্টের আজীবন সদস্যের জন্য ২৫ হাজার ১ টাকা দান করেন। (বাবুল আক্তার)


মন্তব্যসমূহ