পাইকগাছার লস্কর ইউপির ২টি ওয়ার্ডে বিদ্যুৎতায়ন কর্মসুচির উদ্বোধন

মোঃ সাইফুল ইসলাম:- গত
কাল পাইকগাছার ৬নং লস্কর ইউনিয়নের ৮ ও ৯নং ওয়ার্ডের খড়িয়া ভড়েঙ্গা ও লেবুবুনিয়া গ্রামে খড়িয়া সবুজ পল্লী সরঃ প্রাঃ বিদ্যালয় প্রাঙ্গনে শত শত জনতার উপস্থিতিতে বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে উভয় গ্রামে ঘরে ঘরে বিদ্যুতায়ন কর্মসূচীর শুভ উদ্বোধন করেন অত্র ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব কে,এম আরিফুজ্জামান (তুহিন) ও চেয়াম্যানের সাহেবের ফ্রান্স প্রবাসী দুই ভ্রাতূষ্পুত্র, এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য তাজ উদ্দীন আহম্মেদ, হাসানুজ্জামান, হারুন জমাদ্দার, জাহাঙ্গীর হোসেন, রফিকুল ইসলাম, প্রকাশ চন্দ্র মন্ডল, অরবিন্দ কূমার মন্ডল, প্রধান শিক্ষক নিতাই পদ মিস্ত্রী, স্থানীয় প্রসেন ঢালী, বিলাস মন্ডল, জাহিদ সরদার, পরিমল ঢালী, সুভাষ ঢালী, শান্তিপদ মন্ডল সহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

মন্তব্যসমূহ