পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীর ওয়ার্ডে বিড়ালের উপদ্রব বেড়ে গেছে। বিড়ালের অবাদ বিচারণে গায়ের লোম ও মুখের লালা ছড়াচ্ছে। এতে চিকিৎসা নিতে আসা রোগীরা নতুন অসুখে পড়ার আশঙ্কায় ভুগছে। জানাগেছে, পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ও মহিলা রোগীর ওয়ার্ডে সারাক্ষণ বিড়াল বিচরণ করছে। বিড়াল রোগীদের বিছনা ও আসবাবপত্রের উপর উঠে বসছে। সুযোগ পেলে রোগীর খাবারে মুখ দিয়ে নষ্ট করছে। এতে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা নতুন করে পেটের অসুখসহ অন্য অন্য পিড়ায় আক্রান্ত হওয়ার আশঙ্কা করছে।
এ বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স রীনা রায় চৌধুরী বলেন, রোগীর ওয়ার্ডে বিড়াল থাকলে সমস্য নেই। বিড়াল তাড়ানোর কাজ আমাদের না। এ কাজ দারোয়ানের আর সারাদিন বিড়াল তাড়ানো সম্ভব না।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ জানান, ওয়ার্ডে বিড়াল আসার বিষয়ে কর্তব্যরত নার্স এমন কথা বলতে পারেন না। রোগীর ওয়ার্ডের সকল দায়িত্ব কর্তব্যরত নার্সের। রোগীর ওয়ার্ডে বিড়াল আসা বন্ধ করার জন্য তিনি ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স রীনা রায় চৌধুরী বলেন, রোগীর ওয়ার্ডে বিড়াল থাকলে সমস্য নেই। বিড়াল তাড়ানোর কাজ আমাদের না। এ কাজ দারোয়ানের আর সারাদিন বিড়াল তাড়ানো সম্ভব না।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ জানান, ওয়ার্ডে বিড়াল আসার বিষয়ে কর্তব্যরত নার্স এমন কথা বলতে পারেন না। রোগীর ওয়ার্ডের সকল দায়িত্ব কর্তব্যরত নার্সের। রোগীর ওয়ার্ডে বিড়াল আসা বন্ধ করার জন্য তিনি ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।

মন্তব্যসমূহ