পাইকগাছার চারবান্দয় আ'লীগের বিজয় দিবসের আলোচনা সভা ও ক্রীয়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনীধি :- পাইকগাছায়


মহান বিজয় দিবস উপলক্ষ্যে সোলাদানা ইউপি'র চারবান্দা শহীদ মিনার চত্বরে দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে স্থানীয় আওয়ামীলীগ নেতা আঃ মজিদ সরদারের সভাপতিত্বে ও ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক বিমল সরদারের পরিচালনায় এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আ'লীগ নেতা ও জেলা পরিষদ সদস্য আঃ মান্নান গাজী। বক্তব্য রাখেন আ'লীগ নেতা আমিনুল ইসলাম,ইউনিয়ন যুবলীগ সভাপতি সায়েদ আলী মোড়ল কালাই, আ'লীগনেতা পল্লী চিকিৎসক অমলেন্দু মন্ডল, ইউপি সদস্য রাজেশ মন্ডল,রবিউল গাজী, আঃ রউফ বিশ্বাস,শিবপদ মন্ডল, ভবেন মন্ডল, বিনয় কৃষ্ণ মন্ডল,নজরুল ইসলাম মোল্লা, শিক্ষক বিনয় কৃষ্ণ মন্ডল ও আলামিন ,নাছিমা বেগম,প্রশান্ত মন্ডল,দীপক মন্ডল,কিরন ঢালী,তুষার কান্তি বাছাড়, রমজান সরদার,তুষার মন্ডল,তারক মন্ডল, গোপাল মন্ডল, নির্মল মন্ডল,মাহাবুবু রহমানসহ অনেকে। এর আগে স্থানীয় হাইস্কুল মাঠে হাড়ি ভাঙ্গা খেলা অনুষ্ঠিত হয়।

মন্তব্যসমূহ