পূজা বন্ধের হুমকি ও চাঁদা দাবীর অভিযোগ ভিত্তিহীন : জুয়া চালানোর প্রতিবাদ করায় ঘটনা অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা- রাজু!
এ কে আজাদ, কপিলমুনিঃঃ কপিলমুনি ইউনিয়নের গোয়ালবাথান জি.কে.টি.সি.সি শ্মশান ও শ্মশান কালীমন্দর প্রাঙ্গনে অনুষ্ঠিত ৫দিন ব্যাপী অনুষ্ঠানের মুল টার্গেট ওয়ানটেন নামক জুয়ার আসর। কর্তৃপক্ষ আয়োজনের সকল প্রকার আনুষ্ঠানিকতা ইতোমধ্যে সম্পন্ন করেছেন। কন্তু এলাকার সচেতন মানুষ এই জুয়া খেলার পক্ষে মত দেয়নি। আইনশৃঙ্খলার অবনতি সহ সার্বিক বিবেচনা করে এর বিরোধীতা করেন তারা। এলাকার শান্তিপ্রিয় মানুষ চাই পুজা হোক কিন্তু জুয়া বন্ধ হোক। এরই ধারাবাহিকতায় কপিলমুনি প্রেসক্লাবের সাধরণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আঃ রাজ্জাক জুয়া খেলার বিরোধীতা করেন। সৃষ্ট ঘটনায় ঘটে গেলো যত সব তুঘলকি কান্ড। রাজ্জাক চাঁদা দাবীর ঘটনাকে ভিত্তিহীন দাবী করে বলেন, দলীয় একটি প্রতিপক্ষ গ্রুপ আমাকে হেয় করতে প্রথমে চেয়ারম্যান বরাবর আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে। পরে তারাই আবার মানব বন্ধনের আয়োজন করে মাত্র ৩০ জনকে নিয়ে প্রতিবাদ সভা করেছে। সাংবাদিক রাজ্জাক আরো বলেন যে, এদের অপকর্মের প্রতিবাদ করি তাই আমি খারাপ। বড় নেতার ভাই ফেনসিডিল, গাঁজা, ইয়াবা ব্যবসা করে, অনেকেই এই ধরনের ব্যবসার সাথে জড়িত, কেউ সরকারী চাউল হজম, কেউ রাস্তার ইট বিক্রি করে আসছে। তারাই আমার বিরোধিতা করে এ সব করছে। যদি ওয়ানটেন নামক জুয়া খেলা চলতো তাহলে আমি ভাল হতাম। এদিকে সৃষ্ট ঘটনায় যারা ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে রং লাগানোর চেষ্টায় লিপ্ত রয়েছে এবং কপিলমুনি প্রেসক্লাবের ভাবমুর্তি ক্ষুন্ন করার অপচেষ্টায় লিপ্ত তাদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী করেছেন প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকসহ এলাকাবাসী।

মন্তব্যসমূহ