শেখ দীন মাহমুদ, খুলনা মেইল : তালা ও কপিলমুনির ইট ভাটাগুলোতে প্রকাশ্য দিবালোকে ও রাতে স্কেভেটর দিয়ে মাটি কেটে নিয়ে যাচ্ছে কপিলমুনির নাছিরপুর খাস খাল থেকে। এতে চরমভাবে হুমকির মুখে পড়েছে উদ্বোধনের অপেক্ষায় থাকা সালতা নদীর উপর কপিলমুনির তালতলা ও ডুমুরিয়ার মাগুখালী সেতুর সদ্য নির্মিত একমাত্র সড়কটি।
এলাকাবাসীর আন্দোলনের মুখে প্রশাসন রাস্তাটির ভবিষ্যতের কথা চিন্তা করে সেখান থেকে মাটি কর্তন নিষিদ্ধ এমনকি তাদেও স্কেভেটর সহ অন্যান্য বাহন গুলি আটক করলেও মাত্র ২ দিন বন্ধ থাকার পর ভাটা কতৃপক্ষ পুনরায় ওই এলাকা থেকে মাটি কাটা শুরু করেছে।
অভিযোগে রয়েছে, তালার গোনালী নলতার গোল্ডেন ব্রিক্স ও কপিলমুনির কাশিমনগরস্থ আরবিএস ব্রিক্স কপিলমুনির নাছিরপুর খাস খাল থেকে এক প্রকার অবাধে প্রতিদিন-রাতে লোক দিয়ে ও স্কেভেটর দিয়ে লক্ষ লক্ষ ঘণ ফুট মাটি কেটে ভাটায় নিয়ে যাচ্ছে। মাত্র দু’বছর পূর্বে জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন কোম্পানি লিঃ এর অর্থায়নে নির্মিত ও তালতলা ব্রীজের একমাত্র রাস্তাটি দিয়ে প্রতিদিন অর্ধ ডজন ট্রাক ও ট্রলি যোগে মাটি বহন করায় ইতোমধ্যে রাস্তার দু’পাশের মাটি সওে গিয়ে পাশের ঘেওে গিয়ে পড়েছে।
এমন অবস্থা চলতে থাকলে যেকোন সময় সড়কটি ধ্বসে পড়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে। ঠিক এমন আশংকায় রীতিমত আতংকে রয়েছেন ঐজনপদের মানুষ। এব্যাপারে তারা সরকারের উর্দ্ধতন কতৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।


মন্তব্যসমূহ