পাইকগাছার হরিঢালী ও কাশিমনগরে বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত


স্নেহেন্দু বিকাশ,পাইকগাছার তৃনমূলে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। শুক্র-শনিবার বিকেলে পৃথকভাবে হরিঢালীর মাহামুদ কাঠি বাজার ও কাশিমনগরের পিটিডি টেকনিক্যাল স্কুলে আয়োজিত দুটি আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সদস্য সচিব মোঃ রশীদুজ্জামান। পিটিডি টেকনিক্যাল স্কুলে অধ্যক্ষ শিমুল বিল্লাহ বাপ্পী সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন কালেরকন্ঠের সিনিয়র সংবাদিক নিখিল ভদ্র। অতিথি বক্তা ছিলেন জেলা আ'লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় বিএম নেতা অধ্যাপক ডাঃ মুহাঃ শেখ শহীদ-উল্লাহ, কপিলমুনি ইউপি চেয়ারম্যান আ'লীগ নেতা কওসার আলী জোয়াদ্দার।বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, মুক্তিযোদ্ধা জাহাল আলী, আ'লীগ নেতা মুজাফ্ফর হোসেন, ইকবাল হোসেন খোকন, হেদায়েত আলী টুকু প্রমুখ। অন্যদিকে মাহামুদ কাঠি বাজারে ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আঃ রশীদের সভাপতিত্বে আলোচনা সভায় দলীয় নেতাকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন শেখ সালাউদ্দীন,সরদার মুজাফ্ফর হোসেন, মাসুমা খাতুন, গাজী মিজানুর রহমান, মোস্তাফিজুর রহমান মিঠু, কুমারেশ দে, ডাঃ বাসুদেব,খন্দকার মিজান,তোফিক,শাহ মুরাদ,সবুজ,সঞ্জয়সহ অনেকে।

মন্তব্যসমূহ