পাইকগাছার পরিবহন ব্যবসায়ী খানজাহান আর নেই।

পাইকগাছা প্রতিনিধি :- পাইকগাছা বাস-মিনিবাস মালিক সমিতির সাবেক সভাপতি এবং বিভাগীয় মিনিবাস মালিক সমিতির সবেক কার্যকারী সভাপতি ও রাখি এন্টারপ্রাইজের সত্বাধীকারী মোঃ খানজাহান আলী গতকাল রাত সাড়ে আট্টার দিকে খুলনা ফরটিজ হাসপাতালে হার্ড এ্যাটাকে মৃত্যুবরন করেছেন। মৃত্যু কালে তারর বয়সহয়েছিলো ৫৮ বছর।
স্ত্রী,২ কন্য,২ পুত্র সন্তান সহ অসংখ্য আত্বীয় স্বজন রেখে গেছেন। মহরুমের জানাজার নামাজ আজ জোহর বাদ ভিলেজ পাইকগাছা জমে মসজিদে অনুষ্ঠিত হবে এবং পারিবারিক করবস্থানে দাফন সম্পন্ন হবে।

মন্তব্যসমূহ