কপিলমুনি প্রেস ক্লাবের পক্ষে প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ইকবাল সোহবান চৌধুরীকে ফুলের শুভেচ্ছা


এ কে আজাদ, কপিলমুনিঃঃ প্রধান মন্ত্রীর তথ্য উপদেষ্ঠা ও বিশিষ্ট সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে কপিলমুনি প্রেসক্লাব। শুক্রবার সাতক্ষীরা প্রেসক্লাবের ত্রিতল নতুন ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা জানান প্রেসক্লাবের পক্ষে কপিলমুনি প্রেসক্লাবের নব নির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু। এ সময় উপস্থিত ছিলেন, সাবেক মন্ত্রী আ ফ ম রুহুল হক, সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, সাংসদ জগলুল হায়দার, সাংসদ এড. মোস্তফা লুৎফুল্লাহ, সাংসদ বেগম রেফাত আমিন, সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দীন, পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, পৌর মেয়র আলহাজ্ব তাসকিন আহমেদ চিশতি,সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু, সদর থানা ওসি মো: মারুফ আহমেদ। প্রেসক্লাবের বিদায়ী সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও নির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুল বারীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন নব নির্বাচিত সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ। একে একে জমকালো এ অনুষ্ঠান উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়।

মন্তব্যসমূহ