আজ মহান শহীদ বুদ্ধিজীবী দিবস

জি মোরশেদ বাওয়ালী:-
উদয়ের পথে শুনি কার বাণী
ভয় নাই,
ওরে ভয় নাই
নিঃশেষে প্রাণ যে করিবে দান
ক্ষয় নাই তার ক্ষয় নাই.......
আজ বেদনাবিধুর স্মৃতিঘেরা ১৪ ডিসেম্বর।শোকাবহ শহীদ বুদ্ধিজীবী দিবস।জাতীয় জীবনে একটি স্মরণীয় দিন।বাঙালির মেধা-মনন-মানষিক শক্তি হারানোর দিন আজ।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধে নয় মাস রক্তগঙ্গা পেরিয়ে গোটা জাতি যখন উদয়ের পথে দাঁড়িয়ে, ঠিক সেই সময়ই রাতের আঁধারে পরাজয়ের গ্লানিমাখা পাক হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসর রাজাকার, আল-বদর, আল-শামস ও শান্তি কমিটির সদস্যরা জাতির শ্রেষ্ঠ সন্তানদের বেছে বেছে হত্যা করে। বিজয়ের মাত্র দুদিন আগে এদিনে দেশকে মেধাশূন্য করার পূর্বপরিকল্পনা নিয়ে ঘর থেকে তুলে নিয়ে রায়েরবাজার বধ্যভূমিতে নৃশংসভাবে হত্যা করা হয় বাঙালি জাতির সেরা শিক্ষক
সাংবাদিক, চিকিত্সক, প্রকৌশলী, সাহিত্যিক, বুদ্ধিজীবীসহ দেশের বরেণ্য ও কৃতী সন্তানদের।জাতির এসব উজ্জ্বল নক্ষত্র হত্যার মাধ্যমে হানাদাররা আমাদের মেধাশূন্য করতে চেয়েছিল।কিন্তু তারা ব্যর্থ হলে ও আমরা হারিয়েছি জাতির শ্রেষ্ট-সূর্য সন্তান বুদ্ধিজীবীদের।
হে জাতির শহীদ সূর্য সন্তানেরা- তোমরা অমর- অম্লান,মিশে আছো জাতির চেতনায়।চির সবুজ,কবিতার মতো-উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বল-জ্বল করে আলোকিত করেছো বাংলাদেশের মানচিত্র।তোমরা বেঁচে ছিলে-আছো-থাকবে চিরদিন মানসপটে।তোমাদের কাছে আমরা চিরঋণী,তোমাদের মহানুভবতা-মহান আত্নত্যাগ আমরা চিরকাল স্বরণ রাখবো।তোমাতে আমার নতজানু শ্রদ্ধা-অজস্র সালাম।

মন্তব্যসমূহ