সেফিয়াকে নিয়ে ডিজিটাল ওয়ার্ল্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আলোচিত রোবট সোফিয়াকে নিয়ে ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭’ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বেলা সোয়া ১২ টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এর উদ্বোধন করা হয়।
আইসিটি বিভাগ ও বেসিস ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭’ এর আয়োজন করেছে। এর প্রতিপাদ্য হচ্ছে ‘রেডি ফর টুমরো’। কয়েকটি আইটি সংগঠন এই আয়োজনে সহযোগিতা করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সিঙ্গাপুরে প্রস্তুত ও সৌদি আরবের নাগরিকত্ব পাওয়া কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট সোফিয়ার সঙ্গে কথা বলেন। পরে অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর লেজার শো।
রোবট সোফিয়াই এবারের মেলার মূল আকর্ষণ। দুপুর আড়াইটায় ‘টেক টক উইথ সোফিয়া’ শীর্ষক একটি অনুষ্ঠানে রোবট সোফিয়ার সাক্ষাৎকার নেওয়া হবে। অনুষ্ঠান শেষে আজই সিঙ্গাপুরে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে সোফিয়াকে।
বাংলা ইনসাইডার/

মন্তব্যসমূহ