রাজশাহী প্রতিনিধি:-রাজশাহীর তানোরে ৭ম শ্রেণির মাদ্রাসার ছাত্রীকে বিয়ে করতে এসে বরসহ ৩ জন ধরা পড়েছেন পুলিশের হাতে। পরে তাদের গ্রেপ্তার করা হয়। গত মঙ্গলবার তাদের বিরুদ্ধে তানোর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মতিনুর রহমান বাদি হয়ে মামলা করেন।
একদিন পর বুধবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন- মোহনপুর উপজেলার বেড়াবাড়ি গ্রামের মফিজ মোল্লার পুত্র বর আবদুল হান্নান মোল্লা (২৪), তার ছোটভাই মোহাম্মদ হোসেন মোল্লা (২২) এবং কনের চাচা চান্দুড়িয়া ইউপি এলাকার মোজাহার আলীর পুত্র শাহিন (৩৮)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শওকাত আলী জানান, তানোর উপজেলার চান্দুড়িয়া ইউপি এলাকার জৈনক ব্যক্তির মাদ্রাসার এক শিক্ষার্থীর সঙ্গে মোহনপুর উপজেলার বেড়াবাড়ি গ্রামের আবদুল হান্নান মোল্লার সাথে বিয়ে ঠিক হয়। মঙ্গলবার দুপুরে বর পক্ষ আসলে বিকেল ৫টার দিকে বিয়ে পড়ানোর প্রস্তুতি চলছিল। এসময় বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে বর ও বরের ভাই এবং কনের চাচাকে আটক করে সন্ধ্যায় থানায় নিয়ে আসা হয়।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, মঙ্গলবার তাদের তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়। বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
একদিন পর বুধবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন- মোহনপুর উপজেলার বেড়াবাড়ি গ্রামের মফিজ মোল্লার পুত্র বর আবদুল হান্নান মোল্লা (২৪), তার ছোটভাই মোহাম্মদ হোসেন মোল্লা (২২) এবং কনের চাচা চান্দুড়িয়া ইউপি এলাকার মোজাহার আলীর পুত্র শাহিন (৩৮)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শওকাত আলী জানান, তানোর উপজেলার চান্দুড়িয়া ইউপি এলাকার জৈনক ব্যক্তির মাদ্রাসার এক শিক্ষার্থীর সঙ্গে মোহনপুর উপজেলার বেড়াবাড়ি গ্রামের আবদুল হান্নান মোল্লার সাথে বিয়ে ঠিক হয়। মঙ্গলবার দুপুরে বর পক্ষ আসলে বিকেল ৫টার দিকে বিয়ে পড়ানোর প্রস্তুতি চলছিল। এসময় বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে বর ও বরের ভাই এবং কনের চাচাকে আটক করে সন্ধ্যায় থানায় নিয়ে আসা হয়।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, মঙ্গলবার তাদের তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়। বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্যসমূহ