নিউজ ডেক্স :-
পাইকগাছায় দ্রুত গামী নছিমন উল্টে ফসিয়ার রহমান মহিলা কলেজের দ্বাদশ শ্রেনীর সম্পা সানা ও অনন্যা সানা নামে দু শিক্ষার্থীর মাথা ফেটে ও হাত পা ভেঙে উপজেলা স্বস্থ্যকমপ্লক্সে ভর্তি হয়েছেন। সোলাদানার পরিমল সানার মেয়ে অনান্যা ও পঞ্চানন সানার মেয়ে সম্পা সানা দ্বাদশ শ্রেনীর নির্বাচনী পরীক্ষার জন্য বুধবার সকালে বাড়ী থেকে নছিমন যোগে কলেজের উদ্যেশে রওনা দেয় এবং এক পর্যায়ে দ্রুত গামী যাত্রীবাহি নছিমনটি আবু হোসেন কলেজস্থ চৌরাস্থা মোড়ে এসে ঘোরানোর চেষ্ঠা কালে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে খালিয়া নদীতে আছড়ে পড়ে। এতে সম্পার মাথা ফেটে বাম হাত ভেঙে জখম হয় ও তার সহপাঠি অনান্যার মাথায় ও বাম পায়ে গুরুতর আঘাত প্রাপ্ত হয়ে আহত হয় । স্থানীয়রা এদেরকে উদ্ধার করে উপজেলা স্বস্থ্যকমপ্লক্সে নিয়ে আসেন। খবর পেয়ে কলেজ কর্তৃপক্ষ,সহপাঠী
ও পরিবারের সদস্যরা হাসপাতালের ছুটে আসেন । এদিকে দুপুরের দিকে উন্নত চিকিৎসার জন্য দু শিক্ষার্থীকে খুলনায় পাঠানো হয়েছে ।
পাইকগাছায় দ্রুত গামী নছিমন উল্টে ফসিয়ার রহমান মহিলা কলেজের দ্বাদশ শ্রেনীর সম্পা সানা ও অনন্যা সানা নামে দু শিক্ষার্থীর মাথা ফেটে ও হাত পা ভেঙে উপজেলা স্বস্থ্যকমপ্লক্সে ভর্তি হয়েছেন। সোলাদানার পরিমল সানার মেয়ে অনান্যা ও পঞ্চানন সানার মেয়ে সম্পা সানা দ্বাদশ শ্রেনীর নির্বাচনী পরীক্ষার জন্য বুধবার সকালে বাড়ী থেকে নছিমন যোগে কলেজের উদ্যেশে রওনা দেয় এবং এক পর্যায়ে দ্রুত গামী যাত্রীবাহি নছিমনটি আবু হোসেন কলেজস্থ চৌরাস্থা মোড়ে এসে ঘোরানোর চেষ্ঠা কালে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে খালিয়া নদীতে আছড়ে পড়ে। এতে সম্পার মাথা ফেটে বাম হাত ভেঙে জখম হয় ও তার সহপাঠি অনান্যার মাথায় ও বাম পায়ে গুরুতর আঘাত প্রাপ্ত হয়ে আহত হয় । স্থানীয়রা এদেরকে উদ্ধার করে উপজেলা স্বস্থ্যকমপ্লক্সে নিয়ে আসেন। খবর পেয়ে কলেজ কর্তৃপক্ষ,সহপাঠী
ও পরিবারের সদস্যরা হাসপাতালের ছুটে আসেন । এদিকে দুপুরের দিকে উন্নত চিকিৎসার জন্য দু শিক্ষার্থীকে খুলনায় পাঠানো হয়েছে ।


মন্তব্যসমূহ