হায় সময়
তুমি বড়ই নিষ্টুর
---------সাহেদ নূর
***************
আমরা কেবলই
দূরে সরে যাচ্ছি।
একজন আরেকজনের কাছ থেকে
যোজন-যোজন মাইলের ব্যবধানে।
একজন আরেকজনকে এখন আর
মনেই রাখিনা।
হায়রে মিথ্যা সময়!
তুমি কত মিনিট-ঘন্টা
আর দিন-রাত
আমাদের যৌবনের সময় ঝরিয়েছো।
অথচ,আমাদের ছিল কত
উষ্ণ সময়পাঠ।
আর আজ আমাদেরকে কত
গহীন থেকে গহীনে নিক্ষেপ করে চলেছে।
সন্ধ্যা রাতের তারাগুনা আকাশ
বৃষ্টিভেজা রাতের চায়ের আড্ডা
কিংবা শীত রাতের
জোড় বেধে হাটা
সবই আজ মনে হয় মিথ্যা ছিল।
সময়ের ঘূর্নাবর্তে
আমরা এখন নিজেকেই
নিজে চিনতে পারিনা।
আমাদের বুকের ভিতর
গড়ে উঠা ভালবাসার গোলাপ
এখন আর সুগন্ধ ছড়ায় না
যখন-তখন রাত কি দিন।
হায় নিষ্টুর সময়!
তুমি ফিরে আস
তারাভরা অজস্র নক্ষত্রের রাত হয়ে
তুমি ফিরে আস
বৃষ্টির সুভাষিত সুতীব্র সুগন্ধ নিয়ে
তুমি ফিরে আস
বুকের ভিতরের গোলাপ ফোটা সময় হয়ে
তুমি ফিরে আস
সকল বন্ধুদের যৌবনের উন্মাদনা নিয়ে
তুমি ফিরে আস
ভালবাসার মেলবন্ধন হয়ে
তুমি ফিরে আস
মানুষ্র মানুষে সহমর্মিতা নিয়ে
শেষ বিচারে আমরা সকলেই
সময়ের চোরাগর্তে নিক্ষিপ্ত হচ্ছি।
হায় সময় তুমি বড়ই নিষ্টুর!
সাহেদ নূর। প্রথম আলো প্রতিনিধি,বানিয়াচং, হবিগঞ্জ, সিলেট
।
১৭.১২.২০১৭ইং।।
তুমি বড়ই নিষ্টুর
---------সাহেদ নূর
***************
আমরা কেবলই
দূরে সরে যাচ্ছি।
একজন আরেকজনের কাছ থেকে
যোজন-যোজন মাইলের ব্যবধানে।
একজন আরেকজনকে এখন আর
মনেই রাখিনা।
হায়রে মিথ্যা সময়!
তুমি কত মিনিট-ঘন্টা
আর দিন-রাত
আমাদের যৌবনের সময় ঝরিয়েছো।
অথচ,আমাদের ছিল কত
উষ্ণ সময়পাঠ।
আর আজ আমাদেরকে কত
গহীন থেকে গহীনে নিক্ষেপ করে চলেছে।
সন্ধ্যা রাতের তারাগুনা আকাশ
বৃষ্টিভেজা রাতের চায়ের আড্ডা
কিংবা শীত রাতের
জোড় বেধে হাটা
সবই আজ মনে হয় মিথ্যা ছিল।
সময়ের ঘূর্নাবর্তে
আমরা এখন নিজেকেই
নিজে চিনতে পারিনা।
আমাদের বুকের ভিতর
গড়ে উঠা ভালবাসার গোলাপ
এখন আর সুগন্ধ ছড়ায় না
যখন-তখন রাত কি দিন।
হায় নিষ্টুর সময়!
তুমি ফিরে আস
তারাভরা অজস্র নক্ষত্রের রাত হয়ে
তুমি ফিরে আস
বৃষ্টির সুভাষিত সুতীব্র সুগন্ধ নিয়ে
তুমি ফিরে আস
বুকের ভিতরের গোলাপ ফোটা সময় হয়ে
তুমি ফিরে আস
সকল বন্ধুদের যৌবনের উন্মাদনা নিয়ে
তুমি ফিরে আস
ভালবাসার মেলবন্ধন হয়ে
তুমি ফিরে আস
মানুষ্র মানুষে সহমর্মিতা নিয়ে
শেষ বিচারে আমরা সকলেই
সময়ের চোরাগর্তে নিক্ষিপ্ত হচ্ছি।
হায় সময় তুমি বড়ই নিষ্টুর!
সাহেদ নূর। প্রথম আলো প্রতিনিধি,বানিয়াচং, হবিগঞ্জ, সিলেট
।
১৭.১২.২০১৭ইং।।

মন্তব্যসমূহ