নিজস্ব প্রতিবেদক : ‘রেল রক্ষার বীর সৈনিক’ হিসেবে শিহাব ও লিটনকে উপাধি দেয়া হয়েছে। বৃহস্পতিবার রাজশাহীর বাঘায় বুদ্ধিমত্তা দিয়ে তেলবাহী ট্রেন রক্ষাকারী দুই সাহসী শিশুকে সংবর্ধনা দেয়া হয়েছে। রাজশাহী পশ্চিমাঞ্চল রেলের সদর দপ্তরে রেলমন্ত্রী এবং বাঘায় বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে পৃথকভাবে সংবর্ধনা দেয়া হয়। রাজশাহীতে রেলমন্ত্রীর পক্ষ থেকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে শিহাব ও লিটনকে ‘রেল রক্ষার বীর সৈনিক’ বলে উপাধি দেন পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম খায়রুল আলম। এর আগে বুধবার পশ্চিমাঞ্চল রেলের পক্ষ থেকে পাকশিতে তাদের সংবর্ধনা দেয় রেল কর্মকর্তারা।
বৃহস্পতিবার দুপুরে তৃতীয় বারের মত রাজশাহী রেলওয়ে স্টেশনে দুই শিশুকে রেলমন্ত্রী মুজিবুল হকের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। এ সময় পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক খায়রুল আলম দুই শিশুকে দেয়া রেলপথ বিভাগের ‘রেল রক্ষা সৈনিক’ উপাধি দেন।
এ সময় শিহাব ও লিটনের হাতে রেলমন্ত্রীর পক্ষ থেকে ক্রেস্ট তুলে দিয়ে তাদের সংবর্ধনা জানানো হয়। তাদের বাবা-মায়ের হাতে রেলমন্ত্রীর পক্ষ থেকে পুরস্কার হিসেবে তুলে দেয়া হয় ৫০ হাজার করে এক লাখ টাকা। এছাড়া পশ্চিমাঞ্চল রেলওয়ে শ্রমিকলীগের পক্ষ থেকেও দেয়া হয় আর্থীক অনুদান দেয়া হয়। এর আগে দুই শিশু রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌছলে ফুল দিয়ে বরণ করে পশ্চিম রেলের মহাব্যবস্থাপক খায়রুল আলম।
অতিরিক্ত মহাব্যবস্থাপক সাবাহ উদ্দিনের সভাপতিত্ব সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রেলওয়ে শ্রশিক লীগের আরবিআর শাখার সভাপতি মোতাহার হোসেন বুলু, ওপেন লাইন শাখার সভাপতি জহুরুল ইসলাম, ওপেন লাইন শাখার সাধারণ সম্পাদক এম আক্তার হোসেন, আরবিআর শাখার সাধারন সম্পাদক মেহেদি হাসান।
এদিকে, সাহসী শিশু লিটন ও সিহাব সংবর্ধনা দিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার সকালে রাজশাহী বিভাগীয় কমিশনার নুর-উর রহমান ও জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ সমন্বয়ে বাঘা উপজেলা পরিষদ সভাকক্ষে তাদের এ সংবর্ধনা দেন।
সকাল ১০টায় বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজার সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার নুর-উর রহমান বলেন, দেশের সম্পদ রক্ষায় শিশুদের মনে যে উদ্দীপনার সৃষ্টি হয়েছে তা প্রশংসনীয়। আমরা এই দুই শিশুকে ভাল কাজের সফলতা স্বরুপ সংবর্ধনা দিয়ে সকল শিশুর কাছে বার্তা পৌছে দিতে চাই। আমি বিশ্বাস করি এদের মাধ্যমে সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ বলেন, ‘আমরা এ রকম শিশু আসা করি যাদের মধ্যে রয়েছে দেশপ্রেম। তিনি দরিদ্র দুই শিশু শিহাব ও লিটনের পড়ালেখার দায়িত্ব গ্রহণ করাসহ মাফলার বীর খেতাব দেওয়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপিকে ধন্যবাদ জানান।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পশ্চিম রেলওয়ের বিভাগীয় কর্মকর্তা শওকত জামিল মোহসী, আড়ানী পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুজ্জামান সায়েদ ও মাফলার বীর (শিশু) শিহাব।
উপস্থিত ছিলেন উপজেলার সকল দপ্তরের প্রধান কর্মকর্তা, আড়ানী স্টেশন মাস্টার মুস্তাফিজুর রহমান নয়ন, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিহাব ও লিটনের বাবা-মাসহ বাঘার সুধীজন।
সবশেষে দুই শিশু-শিহাব ও লিটনের হাতে সম্মাননা ক্রেস্ট, নগদ অর্থ, শীতবস্ত্র ও বই-খাতা তুলে দেন অতিথিরা। এরআগে বুধবার সকালে পাকশি রেলওয়ে মাঠে রেল কর্তৃপক্ষের আয়োজনে আনুষ্ঠানিকভাবে দুই শিশুকে সংবর্ধণা দেয়া হয়।
আয়োজিত সংবর্ধণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাকশির ডিআরএম অসিম কুমার তালুকদার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাকশি বিএসটিই আবু হেনা মোস্তফা আলম, ডিটিও শওকত জামিল মোহসী, ডিসিও আনোয়ার হোসেন, ডিএন-২ আসাদুল হক, ডিএনই লোকো শেখ হাসানুজ্জামন, এটিও নাসির উদ্দিন, আড়ানী রেল স্টেশন মাষ্টার মোস্তাফিজুর রহমান নয়ন প্রমুখ।
সোমবার সকালে বাঘার ঝিনা গ্রামের শহীদুল ইসলামের ছেলে শিহাব ও সুমন আলীর ছেলে টিটোন রেল লাইন ভাঙ্গা দেখে। পরে তারা একটি লাল মাফলার ধরে তেলবাহী ট্রেন থামিয়ে দেয়। এতে ট্রেনটি বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পায়।
বৃহস্পতিবার দুপুরে তৃতীয় বারের মত রাজশাহী রেলওয়ে স্টেশনে দুই শিশুকে রেলমন্ত্রী মুজিবুল হকের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। এ সময় পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক খায়রুল আলম দুই শিশুকে দেয়া রেলপথ বিভাগের ‘রেল রক্ষা সৈনিক’ উপাধি দেন।
এ সময় শিহাব ও লিটনের হাতে রেলমন্ত্রীর পক্ষ থেকে ক্রেস্ট তুলে দিয়ে তাদের সংবর্ধনা জানানো হয়। তাদের বাবা-মায়ের হাতে রেলমন্ত্রীর পক্ষ থেকে পুরস্কার হিসেবে তুলে দেয়া হয় ৫০ হাজার করে এক লাখ টাকা। এছাড়া পশ্চিমাঞ্চল রেলওয়ে শ্রমিকলীগের পক্ষ থেকেও দেয়া হয় আর্থীক অনুদান দেয়া হয়। এর আগে দুই শিশু রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌছলে ফুল দিয়ে বরণ করে পশ্চিম রেলের মহাব্যবস্থাপক খায়রুল আলম।
অতিরিক্ত মহাব্যবস্থাপক সাবাহ উদ্দিনের সভাপতিত্ব সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রেলওয়ে শ্রশিক লীগের আরবিআর শাখার সভাপতি মোতাহার হোসেন বুলু, ওপেন লাইন শাখার সভাপতি জহুরুল ইসলাম, ওপেন লাইন শাখার সাধারণ সম্পাদক এম আক্তার হোসেন, আরবিআর শাখার সাধারন সম্পাদক মেহেদি হাসান।
এদিকে, সাহসী শিশু লিটন ও সিহাব সংবর্ধনা দিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার সকালে রাজশাহী বিভাগীয় কমিশনার নুর-উর রহমান ও জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ সমন্বয়ে বাঘা উপজেলা পরিষদ সভাকক্ষে তাদের এ সংবর্ধনা দেন।
সকাল ১০টায় বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজার সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার নুর-উর রহমান বলেন, দেশের সম্পদ রক্ষায় শিশুদের মনে যে উদ্দীপনার সৃষ্টি হয়েছে তা প্রশংসনীয়। আমরা এই দুই শিশুকে ভাল কাজের সফলতা স্বরুপ সংবর্ধনা দিয়ে সকল শিশুর কাছে বার্তা পৌছে দিতে চাই। আমি বিশ্বাস করি এদের মাধ্যমে সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ বলেন, ‘আমরা এ রকম শিশু আসা করি যাদের মধ্যে রয়েছে দেশপ্রেম। তিনি দরিদ্র দুই শিশু শিহাব ও লিটনের পড়ালেখার দায়িত্ব গ্রহণ করাসহ মাফলার বীর খেতাব দেওয়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপিকে ধন্যবাদ জানান।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পশ্চিম রেলওয়ের বিভাগীয় কর্মকর্তা শওকত জামিল মোহসী, আড়ানী পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুজ্জামান সায়েদ ও মাফলার বীর (শিশু) শিহাব।
উপস্থিত ছিলেন উপজেলার সকল দপ্তরের প্রধান কর্মকর্তা, আড়ানী স্টেশন মাস্টার মুস্তাফিজুর রহমান নয়ন, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিহাব ও লিটনের বাবা-মাসহ বাঘার সুধীজন।
সবশেষে দুই শিশু-শিহাব ও লিটনের হাতে সম্মাননা ক্রেস্ট, নগদ অর্থ, শীতবস্ত্র ও বই-খাতা তুলে দেন অতিথিরা। এরআগে বুধবার সকালে পাকশি রেলওয়ে মাঠে রেল কর্তৃপক্ষের আয়োজনে আনুষ্ঠানিকভাবে দুই শিশুকে সংবর্ধণা দেয়া হয়।
আয়োজিত সংবর্ধণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাকশির ডিআরএম অসিম কুমার তালুকদার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাকশি বিএসটিই আবু হেনা মোস্তফা আলম, ডিটিও শওকত জামিল মোহসী, ডিসিও আনোয়ার হোসেন, ডিএন-২ আসাদুল হক, ডিএনই লোকো শেখ হাসানুজ্জামন, এটিও নাসির উদ্দিন, আড়ানী রেল স্টেশন মাষ্টার মোস্তাফিজুর রহমান নয়ন প্রমুখ।
সোমবার সকালে বাঘার ঝিনা গ্রামের শহীদুল ইসলামের ছেলে শিহাব ও সুমন আলীর ছেলে টিটোন রেল লাইন ভাঙ্গা দেখে। পরে তারা একটি লাল মাফলার ধরে তেলবাহী ট্রেন থামিয়ে দেয়। এতে ট্রেনটি বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পায়।

মন্তব্যসমূহ