রাজশাহী প্রতিনিধী :-
নগরীর হড়গ্রাম নতুনপাড়া এলাকায় (র্যাব অফিসের সামনে) বুধবার যাত্রীবাহি একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ডোবায় উল্টে যায়। এতে ১৫জন শ্রমিক আহত হয়েছেন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৬জনের পরিচয় পাওয়া গেছে। আহতরা হলেন, গোদাগাড়ী উপজেলার প্রেমতলি এলাকার শৌসুমি (২৫), রাজাবাড়ি এলাকার জহুরা (৬০) ও তার বোন বহুরা (৫৫), আসমা (৩০), পিরোজপুর বাগানপাড়া এলাকার নুরজাহান (৫০) ও সকিনা (৩০)।
প্রত্যক্ষদর্শীরা ও আহতরা জানান, তারা সবাই খড়খড়ি বাইপাস এলাকার আমান জুটমিলে কাজ করে। রাতের ডিউটি শেষে তারা আমান জুটমিলের ভাড়া করা বাস মাহাবুব এন্টারপ্রাইজ (ঢাকা মেট্রো জ-০৪-০০৮৭) বাড়ি ফিরছিলেন। আহতরা অভিযোগ করে বলেন, বাস হেলপারে চালাছিলো। সে গাড়ী চালানো অবস্থায় মানাকরা সত্বেও সিগারেট ধরাছিলো। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার পাশের ডোবায় উল্টে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সিনিয়র স্টেশন অফিসারের নেতৃত্বে ডুবুরী, উদ্ধারকারীটিম ও এ্যাম্বুলেন্সসহ একটি দল ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বাসের হেলপার ও ড্রাইভার পালিয়ে যায়।
নগরীর হড়গ্রাম নতুনপাড়া এলাকায় (র্যাব অফিসের সামনে) বুধবার যাত্রীবাহি একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ডোবায় উল্টে যায়। এতে ১৫জন শ্রমিক আহত হয়েছেন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৬জনের পরিচয় পাওয়া গেছে। আহতরা হলেন, গোদাগাড়ী উপজেলার প্রেমতলি এলাকার শৌসুমি (২৫), রাজাবাড়ি এলাকার জহুরা (৬০) ও তার বোন বহুরা (৫৫), আসমা (৩০), পিরোজপুর বাগানপাড়া এলাকার নুরজাহান (৫০) ও সকিনা (৩০)।
প্রত্যক্ষদর্শীরা ও আহতরা জানান, তারা সবাই খড়খড়ি বাইপাস এলাকার আমান জুটমিলে কাজ করে। রাতের ডিউটি শেষে তারা আমান জুটমিলের ভাড়া করা বাস মাহাবুব এন্টারপ্রাইজ (ঢাকা মেট্রো জ-০৪-০০৮৭) বাড়ি ফিরছিলেন। আহতরা অভিযোগ করে বলেন, বাস হেলপারে চালাছিলো। সে গাড়ী চালানো অবস্থায় মানাকরা সত্বেও সিগারেট ধরাছিলো। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার পাশের ডোবায় উল্টে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সিনিয়র স্টেশন অফিসারের নেতৃত্বে ডুবুরী, উদ্ধারকারীটিম ও এ্যাম্বুলেন্সসহ একটি দল ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বাসের হেলপার ও ড্রাইভার পালিয়ে যায়।

মন্তব্যসমূহ