পাইকগাছার কপিলমুনিতে বিজয় দিবসের পুস্পমাল্য অর্পন ও কুচকাওয়াজ এবং আলোচনা সভা অনুষ্ঠিত







এ কে আজাদ, কপিলমুনি::- বিনম্র শ্রদ্ধা আর অফুরন্ত ভালবাসায় সিক্ত হলো শহীদবেঁদী। আজ ১৬ ডিসেম্বর; বাঙ্গালী জাতীর কাছে অবিস্মরণীয় একটি দিন, একটি স্বপ্ন, একটি স্বাধীনতা। তাইতো এতসব আয়োজন। আর এ আয়োজনে অংশিদার হতে বিভিন্ন সংগঠন কপিলমুনি বাজারের কপোতাক্ষ নদীর ধারে কৃষ্ণচুড়া ফুলতলায় নব-নির্মিত শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে। সংগঠন গুলোর মধ্যে কপিলমুনি ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, হরিঢালী ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কপিলমুনি পুলিশ ফাঁড়ি, প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, আনসার ভিডিপি ক্লাব, কপিলমুনি কলেজ, সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজ, মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, বণিক সমিতি, কিন্ডার গার্ডেন, পাবলিক লাইব্রেরী, কে কে এস পি, কপিলমুনি ইউনিয়ন পরিষদ। এরপর সকাল ৮টায় র্যালী বের হয়, এতে শিক্ষক, ছাত্র, রাজনৈতিক ব্যাক্তত্বসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহন করন। পরে মেহেরুন্নছা বালিকা বিদ্যালয়ে সম্মিলিত বিজয় দিবস উদযাপন পরিষদের উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

মন্তব্যসমূহ