শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শিবসা নিউজের পক্ষ থেকে বিনম্র শ্রাদ্ধা

আজ ১৪ ডিনেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস।১৯৭১ সালের এই দিনে পাকিস্থানি বর্বর বাহিনীর সাথে এদেশীয় কিছু বিপদগামী রাজাকারদের সহয়তায় এদেশীয় শীর্ষস্থানীয় বুদ্ধিজীবীদের ধরে ধরে হত্যা করে। যেন বাঙ্গালীরা মাথা উচু করে না দাড়াতে পারে। শিবসা নিউজের পক্ষ থেকে সকল শহীদ বুদ্ধিজীবীদের প্রতি যানায় বিনম্র শ্রাদ্ধা। তাদের আত্বার শান্তি কামনা করছি।

মন্তব্যসমূহ