পাইকগাছায় বিনামুল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

মোঃ সাইফুল ইসলাম :-
পাইকগাছায় বিজয় দিবস উপলক্ষে ৩ ব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প শুরু হয়েছে। শুক্রবার সকাল থেকে দরিদ্র রোগিদের মাঝে বিনামূল্যে ঔষধসহ ডায়াবেটিস পরীক্ষা, হৃদরোগ ও কিডনী রোগের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।
পৌর সদরে পাইকগাছা ডায়াবেটিস সমিতি ও শহীদ স্মৃতি পাঠাগারের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এ ফ্রি স্বাস্থ্য সেবা কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএমএ’র দপ্তর সম্পাদক ও খুলনা জেলা আ’লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মোহা. শেখ শহীদ-উল্লাহ। উদ্বোধনী সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অব. উপাধ্যক্ষ আ’লীগ নেতা আফসার আলী, অব. প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, ডা. প্রশান্ত কুমার মন্ডল, তৃপ্তি রঞ্জন সেন, স্নেহেন্দু বিকাশ, এন ইসলাম সাগর, প্রভাষক রেবা আক্তার কুসুম, প্রকৌশলী মারুফ বিল্লাহ, অধ্যক্ষ মও. সাইফুল্লাহ আ. করিম, নুর আলী মোড়ল, শাহাজান কবির, মিলন রায় চৌধুরী, শেখ সেলিমসহ বিভিন্ন শ্রেনি ও পেশার মানুষ।
আয়োজকরা জানিয়েছেন নিবন্ধিত বিভিন্ন রোগির জন্য ৩ দিনব্যাপী এ ক্যাম্পে কিডনী রোগ বিশেষজ্ঞ ড. প্রবীর কুমার রায়, ক্যন্সার সার্জারী বিশেষজ্ঞ ডা. মোঃ মনোয়ার হোসেন, ডায়াবেটিস, হৃদরোগ, চর্ম-যৌন বিষয়ে ডা. মোহা. শেখ শহীদ-উল্লাহ ও বক্ষব্যাধি, হ্যঁপানী, অ্যাজমা রোগিদের জন্য ডা. প্রশান্ত কুমার মন্ডল চিকিৎসা সেবা প্রদান করবেন।

মন্তব্যসমূহ