পাইকগাছার কপিলমুনি হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন

এ কে আজাদ, কপিলমুনিঃ-
বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশে কপিলমুনি হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন'১৭ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে চন্দন বিশ্বাস ও সাধারণ সম্পাদক পদে মোসলেম উদ্দীন দয়াল জয়লাভ করেন। বাকী পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ে সহ-সভাপতি পদে মান্দার আলী, সহ-সম্পাদক পদে কাশিনাথ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক পদে হাজরাপদ দাশ, কোষাধ্যক্ষ পদে আনিছুর রহমান, দপ্তর সম্পাদক পদে গোলক বিশ্বাস, প্রচার সম্পাদক পদে হরিপদ পাল জয়লাভ করেন। সকাল ৯ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন। ৩০৩ জন ভোাটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আইনশৃঙ্খলার সার্বিক পরিবেশ বজায় রাখেন কপিলমুনি পুলিশ ফাঁড়ি। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন কপিলমুনি সহচরী বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক হরকৃষ্ণ দাশ। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন বাবু সাধন কুমার ভদ্র, বণিক সমিতির সাধারন সম্পাদক সরদার গোলাম মোস্তফা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক রাজু।

মন্তব্যসমূহ