পাইকগাছায় নিরাপত্তাহীনতায় ব্যবসায়ীর থানায় জিডি

পাইকগাছা প্রতিনিধি :-পাইকগাছার কপিলমুনিতে  জীবননাশেরর হুমকিতে থানায় জিডি করেছে ব্যবসায়ী এবং বঙ্গবন্ধু সৈনিক লীগের খুলনা জেলার সহ সম্পদক শেখ রনি ইসলাম ।
        জিডি
সুত্রে জানায়ায়, পূর্ব শত্রুতার জের ধরে গত ১০ ডিসেম্বর দুপুর ২টার দিকে উপজেলার রামনগর গ্রামের নেবু গাজীর পুত্র আঃ রাজ্জাক রাজু ও একই গ্রামের মমিন মোড়লের পুত্র মোঃ অজিয়ার রহমান সিংহ জুয়েলার্সের সামনে এসে রনি কে প্রকাশ্যে বিভিন্ন ভাষায় গালীগালাজ করে এমন কি মিথ্যা মামলায় জড়ানো এবং জীবনে মেরে ফেলার হুমকি দেয়। রনি বলেন হুমকি দেয়ার পর থেকে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। এজন্য আমি জীবনের নিরাপত্তা চেয়ে পাইকগাছা থানায় জিডি করেছি। জিডি নং ৫০৪/১১-১২-১৭ইং।

মন্তব্যসমূহ