পাইকগাছায় জয়িতাদের সংবর্ধনা প্রদান, আন্তজাতিক দূনীতি প্রতিরোধ দিবস : বোকেয়া দিবস উপলক্ষে মানববন্ধন, আলোচনাসভা অনুষ্ঠিত



স্নেহেন্দু বিকাশ, পাইকগাছায় আন্তর্জাতিক দূনীতি প্রতিরোধ দিবস, নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে মানববন্ধন, বনার্ঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনাসহ পুরস্কার প্রদান করা হয়েছে। ৯ ডিসেম্বর শনিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মানববন্ধন কর্মসুচি পালিত হয়।এর পর প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে আয়োজিত শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে ও প্রভাষক বজলুর রহমানের পরিচালনায় আলোচনাসভা শেষে সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৫ নারীকে সংবর্ধনাসহ পুরস্কৃত করা হয়। পৃথক কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সম বাবর আলী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান, অধ্যক্ষ রবিউল ইসলাম, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি উপাধ্যক সরদার মোহাম্মদ আলী, সম্পাদক জিএম আজাহারুল ইসলাম,কৃষিকর্মকর্তা এএইচএম আলাউদ্দীন, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, সাবেক প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি,এসআই মোমিনউদ্দীন,প্রভাষক ময়নুল ইসলাম,দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক স্নেহেন্দু বিকাশ,আঃ আজিজ,নিজাম উদ্দীন, জামিনুর ইসলাম,প্রভাষক নাসরিন আক্তার, ইতি বৈরাগী, লুৎফা ইসলাম,কুসুম কলি,কাউন্সিলর সরবানু,সাবেক ইউপি সদস্য ফজিলাতুন্নেছা বেগম, জুলি শেখসহ বিভিন্ন শ্রেনি ও পেশার মানুষ । অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে আবদানের জন্য শিক্ষক অনিতা রানী মন্ডল, মনজিলা খাতুন ও তাহেরা আক্তার খুশি, জোৎস্না সরকার,কাউন্সিলর কবিতা রানী দাশকে সংবর্ধনা প্রদানসহ পুরস্কৃত করা হয়।

মন্তব্যসমূহ