ভয় পেয়োনা
আমিনুল ইসলাম বিল্পব
-------------------------------------
ভয় পেয়েছো ?
থমকে গেলে যে ?
অহেতুক ভয় পেয়োনা,
ওটা অামি নই, অামার ছায়া--।
মাড়িয়ে গেলেও কোন ক্ষতি নেই
ও তোমাকে তাড়াবেনা
কখনই অার কাঁদাবেনা।
তোমার উঠোনের নতুন প্রভাত--,
অপ্রত্যাশিত অামি,অপাংতেয় অামি--,
সবই অামার জানা--।
তাই ভয় পেয়োনা-,ছুয়ে দিতে হবেনা।
গভীর রাতের প্রার্থনায়--
তথাকথিত ইশ্বরের কাছে
তোমায় অামি অার চাইবোনা।
--------তাই ভয় পেয়োনা।
দু ফোটা জলের প্রত্যাশায়---
চাতকের মত--অপলক দৃষ্টিতে--
তোমার পানে অার রইবনা।
------------তাই ভয় পেয়ো না।
হাতে--হাত রাখা নতুন গল্পে--
অামায় তুমি খুজেও পাবেনা।
তাই ভয় পেয়োনা।
ফেলে অাসা কোন টুকরো বাধন--
তোমার কাছে টানবেনা,
মায়ার বাধনে অার অাটবেনা।
-----তাই ভয় পেয়োনা।
রাত দুপুরে স্বপ্নের ফেরিওয়ালা------
নিবিড়--জোস্নায়, তোমায়--অামায়----
অার দোলাবেনা।
----তাই ভয় পেয়োনা।
অামার এ অ-বেলা অার---,
এলোমেলো সময়ের--দূর্বিসহ ভাবনা,
বিবর্ণ জোস্না,
অযত্নে রাখা সমস্ত স্মৃতি--,
সব- সবই--অামি মুছে নেব বিবর্ণ কুৃয়াশায়।
যদি ইচ্ছে হয়-- , প্রিয় নয়---,
অ-প্রিয় কল্পনাতেই অামকে একটু ঠাই দিও,
অযত্ন-অার অবহেলায়।
ওখানটাতেই অামি মুখ বুজে পড়ে রইব।
মাইরি-খুব,খুব-ব্যাথা,যন্ত্রনায়ও
কখোনও কাঁদবোনা।
পাঁছে শব্দদুষনে-তোমার ঘুম ভেঙ্গে যায়।
শুধু নির্বাক দৃষ্টিতে চেয়ে রইব-------।
চেয়ে রইব--তোমার চোখের পানে।
আমিনুল ইসলাম বিল্পব
-------------------------------------
ভয় পেয়েছো ?
থমকে গেলে যে ?
অহেতুক ভয় পেয়োনা,
ওটা অামি নই, অামার ছায়া--।
মাড়িয়ে গেলেও কোন ক্ষতি নেই
ও তোমাকে তাড়াবেনা
কখনই অার কাঁদাবেনা।
তোমার উঠোনের নতুন প্রভাত--,
অপ্রত্যাশিত অামি,অপাংতেয় অামি--,
সবই অামার জানা--।
তাই ভয় পেয়োনা-,ছুয়ে দিতে হবেনা।
গভীর রাতের প্রার্থনায়--
তথাকথিত ইশ্বরের কাছে
তোমায় অামি অার চাইবোনা।
--------তাই ভয় পেয়োনা।
দু ফোটা জলের প্রত্যাশায়---
চাতকের মত--অপলক দৃষ্টিতে--
তোমার পানে অার রইবনা।
------------তাই ভয় পেয়ো না।
হাতে--হাত রাখা নতুন গল্পে--
অামায় তুমি খুজেও পাবেনা।
তাই ভয় পেয়োনা।
ফেলে অাসা কোন টুকরো বাধন--
তোমার কাছে টানবেনা,
মায়ার বাধনে অার অাটবেনা।
-----তাই ভয় পেয়োনা।
রাত দুপুরে স্বপ্নের ফেরিওয়ালা------
নিবিড়--জোস্নায়, তোমায়--অামায়----
অার দোলাবেনা।
----তাই ভয় পেয়োনা।
অামার এ অ-বেলা অার---,
এলোমেলো সময়ের--দূর্বিসহ ভাবনা,
বিবর্ণ জোস্না,
অযত্নে রাখা সমস্ত স্মৃতি--,
সব- সবই--অামি মুছে নেব বিবর্ণ কুৃয়াশায়।
যদি ইচ্ছে হয়-- , প্রিয় নয়---,
অ-প্রিয় কল্পনাতেই অামকে একটু ঠাই দিও,
অযত্ন-অার অবহেলায়।
ওখানটাতেই অামি মুখ বুজে পড়ে রইব।
মাইরি-খুব,খুব-ব্যাথা,যন্ত্রনায়ও
কখোনও কাঁদবোনা।
পাঁছে শব্দদুষনে-তোমার ঘুম ভেঙ্গে যায়।
শুধু নির্বাক দৃষ্টিতে চেয়ে রইব-------।
চেয়ে রইব--তোমার চোখের পানে।

মন্তব্যসমূহ