পাইকগাছায় আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে টাকা,শাড়ী,লুঙ্গী,কম্বল বিতরন



স্নেহেন্দু বিকাশ, পাইকগাছায় ভয়াবহ অগ্নিকান্ডে গড়ইখালী আবাসন প্রকল্পের ৩ নং ব্রাকের টিন সেডের ১০টি ঘর পুড়ে ভর্স্মিভুত হয়ে ছিন্নমূল পরিবার গুলো অসহায় হয়ে পড়েছেন। এ ঘটনায় মঙ্গলবার সকালে সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল আউয়াল,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রশান্ত কুমার রায় ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের পুনঃবাসনের জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহয়তার আশ্বাস দিয়েছেন। এদিকে জেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক,স্থানীয় চেয়ারম্যান,ইউপি সদ্স্য, বনিক সমিতি নগদ অর্থ,চাল-ডাল,পরিধেয় বস্ত্র ও শীতের কম্বল বিতরণ করে ১০টি পরিবারের পাশে দাড়িয়েছেন। সরেজমিনে গেলে ক্ষতিক্ষতিগ্রস্তরা জানান,সোমবার রাত সাড়ে ৭ টার দিকে আবাসন প্রকল্পের ৩ নং ব্রাকের বাসিন্দা বৃদ্ধা লালবানু রান্নার পর উনুনে জ্বালানী কাঠ শুকাতে দিয়ে বাহিরে যায় এবং এক পর্যায়ে কাঠে আগুন লেগে চারিদিকে ছড়িয়ে পড়লে উপরে পলিথিন থাকায় মুহুতেই আগুন চারিদিকে ছড়িয়ে সমস্ত ঘর পুড়ে ছাই হয়ে যায়। বাসিন্দা খুকুমনি,রানী বেগম,জাহিদা বেগম বলেন হাটবার থাকায় আগুনের খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে চেষ্ঠা করলেও শেষ রক্ষা হয়নি। এ মুহুর্তে ব্রাকের অধিকাংশ বাসিন্দরা ইটের ভাটায় কাজ করতে গিয়েছে। খবর পেয়ে গতকাল বিকেলে জেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক আকতারুজ্জামান বাবু'র পক্ষ থেকে ১০টি পরিবারের প্রত্যেককে নগদ দু শতটাকা,১টি করে শাড়ি,লুঙ্গি ও কম্বল বিতরণ করেন গড়ইখালী ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, ইউনিয়ন আ'লীগ সম্পাদক এসএম আয়ুব আলী, গাজী মিজানুর রহমান সহ দলীয় নেতা কর্মিরা। এর আগে ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, ইউপি সদস্য আঃ ছালাম কেরু, সইদুল ইসলাম বনিক সমিতির পক্ষ থেকে সভাপতি বাবুল হোসেন বাবু গাইন ও আক্তার হোসেন ছিন্নমুল পরিবারের মাঝে নগদ টাকা,চাল-ডাল, কাপড় ও শীত বস্ত্র তুলেদেন।এ সময় আরো উপস্থিত আ'লীগ, যুবলীগ-ছাত্রলীগ নেতৃবৃন্দ'র মধ্যে ছিলেন সাবেক ইউপি সদস্য অর্ধেন্দু শেখর মন্ডল,সিহাব উদ্দীন ফিরোজ বুলু, আঃ সাত্তার নন্টু,তরিকুল ইসলাম,ইউপি সদস্য নাছরিন মন্টু,বিপুল মন্ডল, দুর্গাদাশ মন্ডল, এসএম আজিজুল হাকিম,কৃষ্ণদাশ গাইন,আকরামুল ইসলাম,পরেশ সরকার,আসাদুজাম্মান,আসরাফুল ইসলাম,ইছা প্রমুখ।

মন্তব্যসমূহ