নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে একটি মহিষ বহনকারি ট্রাক থেকে ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ সময় ট্রাকের ড্রাইভার ও হেলপারকে গ্রেপ্তার করা হয়। সোমবার রাত ৮ টার দিকে উপজেলার ডাইংপাড়া ফিরোজ চত্বর ট্রাকে তল্লাশী চালিয়ে এ ফেনসিডিল পাওয়া যায় বলে জানিয়েছেন গোদাগাড়ী থানার ওসি হিপজুল আলম মুন্সি।
তিনি জানান, গোদাগাড়ী মডেল থানার উপ-পরিদর্শক নাইমুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল যানবাহনে তল্লাশী চালায়। এ সময় মহিষ বহনকারি একটি ট্রাকে (ঢাকা মেট্রো-১৪-২৬৩৮) অভিযান চালিয়ে ২০০ বোতল ফেনসিডিল পাওয়ায় যায়। ট্রাকের ড্রাইভার ও হেলপারকে গ্রেপ্তার করা হয়। ট্রাকটি চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় যাচ্ছিল।
গ্রেপ্তারকৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার বড়গাছি গ্রামের মৃত শামসুদ্দীনের ছেলে ট্রাক ড্রাইভার তোফাজ্জুল হোসেন (৩৬) ও মানিকগঞ্জ জেলার সিংগাড় উপজেলার গোবিন্দনন্দল গ্রামের আব্দুর রবের ছেলে ট্রাকের হেলপার আশরাফুল (২০)। তাদের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হবে বলে জানান ওসি।
তিনি জানান, গোদাগাড়ী মডেল থানার উপ-পরিদর্শক নাইমুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল যানবাহনে তল্লাশী চালায়। এ সময় মহিষ বহনকারি একটি ট্রাকে (ঢাকা মেট্রো-১৪-২৬৩৮) অভিযান চালিয়ে ২০০ বোতল ফেনসিডিল পাওয়ায় যায়। ট্রাকের ড্রাইভার ও হেলপারকে গ্রেপ্তার করা হয়। ট্রাকটি চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় যাচ্ছিল।
গ্রেপ্তারকৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার বড়গাছি গ্রামের মৃত শামসুদ্দীনের ছেলে ট্রাক ড্রাইভার তোফাজ্জুল হোসেন (৩৬) ও মানিকগঞ্জ জেলার সিংগাড় উপজেলার গোবিন্দনন্দল গ্রামের আব্দুর রবের ছেলে ট্রাকের হেলপার আশরাফুল (২০)। তাদের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হবে বলে জানান ওসি।

মন্তব্যসমূহ