পাইকগাছায় রোহিঙ্গা আটক : চট্রগ্রাম ক্যাম্পে প্রেরন

পাইকগাছা প্রতিনীধি :-

পাইকগাছা থানা পুলিশ উপজেলা ভিলেজ পাইকগাছা গ্রামের মটরসাইকেল স্ট্যান্ড থেকে এক রোহিঙ্গাকে আটক করেছে। সোমরাব সকালে প্রায় ৬০ বছর বয়সের একটি লোক বলাই ঘোষের মিষ্টির দোকানে সামনে ঘোরা ফেরা করছিল। এ সময় তার কাছে ২টি বস্তা ছিল। অপরিচিত লোকটিকে দেখে স্থানীয় লোকজন থানাপুলিশকে খবর দেয়। থানাপুলিশ ঘটনাস্থলে যেয়ে লোকটিকে রোহিঙ্গা সন্দেহে থানায় নিয়ে আসে। ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, অপরিচিত লোকটিকে থানায় নিয়ে আসলে জিজ্ঞাসাবাদ করে রোহিঙ্গা সন্দেহে তাকে চট্রগ্রামে কাম্পে পাঠানো হয়।

মন্তব্যসমূহ