রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলার অনুষদের ভর্তি পরীক্ষার প্রশ্নে মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতন ও ধর্মীয় গ্রন্থ নিয়ে সাম্প্রদায়িক উস্কানিমূলক প্রশ্ন প্রণয়নের দায়ে অনুষদটির ডিনসহ দুই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ।
চারুকলার অনুষদের ডিন অধ্যাপক মোস্তাফিজুর রহমান এবং চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সহকারী অধ্যাপক মো. জিল্লুর রহমানকে আগামী ১০ বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের যেকোনো ধরনের পরীক্ষা কমিটিতে নিষিদ্ধ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য অধ্যাপক কে বি এম মাহবুবুর রহমান পরিবর্তন ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আব্দুস সোবহানের সভাপতিত্বে ৪৭৪তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একই সঙ্গে প্রশ্ন প্রণয়নের দায়ে জিল্লুর রহমান নামের ‘সহযোগী অধ্যাপক’ পদে উন্নীত হওয়ার সময় এলে সে সময় থেকে আরো ৫ বছর পরে তিনি পদোন্নতি পাবেন বলেও সিদ্ধান্ত হয়েছে।
এছাড়া ডিনের পদ থেকে অব্যাহতির জন্য যদি আইনগত কোনো বাধা না থাকে, তাহলে তাকে অব্যাহতি দেওয়া হবে বলেও সিদ্ধান্ত হয়।
অন্যদিকে, ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) শিক্ষক অধ্যাপক হাছনাত আলীকে মারধরের ঘটনায় অভিযুক্ত আইবিএ’র সান্ধ্যকালীন এমবিএ নবম ব্যাচের শিক্ষার্থী নাহিদ হায়দারকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
তবে শিক্ষক হাছনাত আলীকেও শিক্ষার্থীদের সঙ্গে সদ্যবহার করার বিষয়ে সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২৫ অক্টোবর চারুকলা অনুষদের (২০১৭-১৮) শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। চারুকলার ওই পরীক্ষার প্রশ্নপত্রের দুটি প্রশ্নে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে।
পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর পরীক্ষার কেন্দ্র থেকেই শিক্ষার্থীদের অনেকে ক্ষোভ প্রকাশ করেন। এ নিয়ে বেশ সমালোচনার মুখে পড়ে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। এই ইস্যুতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয় শাখা প্রগতিশীল ছাত্রজোটসহ বিভিন্ন সংগঠন। (পরিবর্তন ডট কম)
চারুকলার অনুষদের ডিন অধ্যাপক মোস্তাফিজুর রহমান এবং চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সহকারী অধ্যাপক মো. জিল্লুর রহমানকে আগামী ১০ বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের যেকোনো ধরনের পরীক্ষা কমিটিতে নিষিদ্ধ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য অধ্যাপক কে বি এম মাহবুবুর রহমান পরিবর্তন ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আব্দুস সোবহানের সভাপতিত্বে ৪৭৪তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একই সঙ্গে প্রশ্ন প্রণয়নের দায়ে জিল্লুর রহমান নামের ‘সহযোগী অধ্যাপক’ পদে উন্নীত হওয়ার সময় এলে সে সময় থেকে আরো ৫ বছর পরে তিনি পদোন্নতি পাবেন বলেও সিদ্ধান্ত হয়েছে।
এছাড়া ডিনের পদ থেকে অব্যাহতির জন্য যদি আইনগত কোনো বাধা না থাকে, তাহলে তাকে অব্যাহতি দেওয়া হবে বলেও সিদ্ধান্ত হয়।
অন্যদিকে, ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) শিক্ষক অধ্যাপক হাছনাত আলীকে মারধরের ঘটনায় অভিযুক্ত আইবিএ’র সান্ধ্যকালীন এমবিএ নবম ব্যাচের শিক্ষার্থী নাহিদ হায়দারকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
তবে শিক্ষক হাছনাত আলীকেও শিক্ষার্থীদের সঙ্গে সদ্যবহার করার বিষয়ে সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২৫ অক্টোবর চারুকলা অনুষদের (২০১৭-১৮) শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। চারুকলার ওই পরীক্ষার প্রশ্নপত্রের দুটি প্রশ্নে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে।
পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর পরীক্ষার কেন্দ্র থেকেই শিক্ষার্থীদের অনেকে ক্ষোভ প্রকাশ করেন। এ নিয়ে বেশ সমালোচনার মুখে পড়ে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। এই ইস্যুতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয় শাখা প্রগতিশীল ছাত্রজোটসহ বিভিন্ন সংগঠন। (পরিবর্তন ডট কম)

মন্তব্যসমূহ