সুমাইয়া তাছনিম ঈদী প্রাথমিকে জিপিএ - ৫ পেয়েছে : সে বড় হয়ে ডাক্তার হতে চাই

 এ কে আজাদ: পাইকগাছার কপিলমুনি সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে পিএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে সাফল্য অর্জন করেছে সুমাইয়া তাছমিন ইদী। সে কপিলমুনি পুলিশ ফাঁড়ির কনস্টেবল শাহিনুর রহমান ও মিসেস জাহেদা পারভীনের কন্যা। গর্বিত পিতামাতার মুখে এখন হাসির ঝিলিক। একইভাবে ঈদীও খুব খুশি। ভাই শাহেদ জামিল বোনের এ সাফল্যে খুশি। তবে সফলতার পেছনেও ভাই শাহেদ জামিলের অবদান রয়েছে। ঈদীর গ্রামের বাড়ী যশোরের কেশবপুর উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়নের ভাণ্ডার খোলা। সে বড় হয়ে ডাক্তার হওয়ার প্রত্যয় ব্যাক্ত করে জানায়, প্রতিদিন ৮ঘন্টা নিয়মিত পড়াশোনা করেই তার এ সাফল্য এসেছে। সে সকলের কাছে দোয়া প্রার্থী।

মন্তব্যসমূহ