পাইকগাছায় বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন (বামাফা) উপজেলার শাখার উদ্ভোধন ও কার্ড বিতরন

মোঃ সাইফুল ইসলাম :- বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন (বামাফা) পাইকগাছা উপজেলা শাখার উদ্যোগে আজ সকাল ১০ টায় পাইকগাছা আরিফা মার্কেট এর ২য় তলায় পপুলার লাইফ ইনসুরেন্স আডিটরিয়ামে নব গঠিত বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন (বামাফা) পাইকগাছা উপজেলা শাখার নব গঠিত কমিটির শুভ উদ্ভোধন-মতবিনিময় ও সদস্যদের আইডি কার্ড বিরতণ, পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জনাব এ্যাডঃ মো: কামাল হোসেন সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটি (বামাফা)।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,
মোঃ রশিদুজ্জামান মোড়ল, উপদেষ্ঠা (বামাফা) পাইকগাছা উপজেলা শাখা। জেসি জং (ডিরেক্টর ইন্টারন্যাশনাল ট্রেড)। জনাব ইঞ্জিনিয়ার সায়েম মৃধা, যুগ্ম আহবায়ক, (বামাফা) রমনা থানা, ঢাকা। জনাব এস এম আজিজুল হাকিম উপদেষ্টা (বামাফা),পাইকগাছা উপজেলা শাখা।

আনুষ্ঠান সভাপতিত্ব করেন, জনাব শেখ কামরুল হাসান (টিপু) সদস্য জেলা পরিষদ, খুলনা ও উপদেষ্টা (বামাফা) পাইকগাছা উপজেলা শাখা। আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন (বামাফা) পাইকগাছা উপজেলা শাখার সকল সদস্যবৃন্দ।

মন্তব্যসমূহ