পাইকগাছার গড়ইখালী আবাসনে ১০ ঘর আগুনে পুড়ে ছাই

মোঃ আসাদুল ইসলাম:-
আজ সন্ধায় পাইকগাছার গড়ইখালী বাজার আবাসন প্রকল্পে ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
যানাযায়,উপজেলার গড়ইখালী বাজারের পাশে অবস্থিত আবাসন প্রকল্পের ঘরে হঠাৎ আগুন ধরেয়ায়। আগুন লাগার সাথে সাথে আশপাশের লোকজন আগুন নেভানোর জন্য ছুটে আসে। আশপাশের পুকুর ও ঘের থেকে পানি নিয়ে আগুন নিয়ন্ত্রনে আনার আগেই ১০ ঘর পড়েযায়। কেউ হতাহত নাহলেও ঘরের আসবাব সহ ঘরে থাকা সব মালপত্র পুড়ে গেছে বলে যানাগেছে।
    গড়ইখালী বনিক সমিতির সভাপতি বাবু গাইন বলেন, আগুন নিয়ন্ত্রনের জন্য এলাকাবাসী প্রানপন চেষ্টা করে নিয়ন্ত্রনে এনেছে। কিন্তু ঘরের মধ্যে থাকা কোন মালামাল,আসবাবপত্র পুড়ে গেছে। তিনি আরো বলেন গ্যাসের চুলা থেকে আগুন লাগতে পারে বলে মনে করা হচ্ছে। আগুন লাগায় কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এই তীব্র শীতে ১০টি পরিবারের মানুষ মানবেতর জীবন যাপন করছে।

মন্তব্যসমূহ