পাইকগাছার সোলাদানায় নতুন বছরে শুরুতে পিঠা উৎসবের আয়োজন

পাইকগাছা প্রতিনিধি :- শীতের
পিঠা খেতে মিঠা, এই শ্লোগানকে সামনে রেখে পাইকগাছার সোলাদানায় পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে।আগামী ১ জানুয়ারী সোমবার বিকাল ৪টায় ইউনিয়ন পরিষদের উদ্যোগে আবু হোসেন কলেজ মাঠে এই উৎসব অনুষ্ঠিত হবে। ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হক প্রধান অতিথি হিসাবে উৎসবের উদ্বোধন করবেন।
পিঠা শুধু একটি খাবারের নাম নয়, এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের ঐতিহ্য, প্রকৃতি। উৎসবে পাটিসাপটা, রস পিঠা, তেল পিঠা, কড়ি পিঠা, ভাপা পিঠা, চিতই পিঠা, নকশি পিঠা, পুলি পিঠা, দুধ পিঠা, পাকান পিঠাসহ প্রায় ৫০ ধরনের পিঠা প্রদর্শিত হবে এ উৎসবে। উৎসবে পাইকগাছার বিভিন্ন এলাকা থেকে ভিন্ন ভিন্ন পিঠার আবির্ভাব ঘটবে , চলবে কচি-কাঁচার মেলা, উৎসব। পাইকগাছার বাহারি গ্রামীণ পিঠাঘরসহ ৩০টি স্টল থাকবে।চলবে একটানা দুই দিন।প্রতি দিন বেলা ৪ টা হতে রাত ৯ টা পর্যন্ত থাকবে।উৎসব নিয়ন্ত্রন করবে ইউনিয়ন পরিষদ।পিঠা উৎসবের পর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

মন্তব্যসমূহ