মোঃ সাইফুল ইসলাম:-"আদর্শ মানুষ গঠনে স্কাউটিং" এ স্লোগান কে সামনে রেখে বাংলাদেশ স্কাউটিং পাইকগাছা উপজেলা শাখার উদ্যোগে খুলনার পাইকগাছায় উপজেলা কাব ক্যাম্পুরী ২০১৭ শুরু হয়েছে। বুধবার ২৭/১২/১৭ ইং তাং উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটসের সভাপতি মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে এবং উপজেলা উড ব্যাজ মোঃ লুৎফর রহমানের নেতৃত্বে উপজেলার আওতাধীন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কাবদের অংশ গ্রহনে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে তিন দিন ব্যাপি এ কাব ক্যাম্পুরী শুরু হয়েছে। ৩ দিন ব্যাপি এ কাব ক্যাম্পুরী শেষ হবে আগামী ২৯ ডিসেম্বর'১৭ শুক্রবার। ৩ দিন ব্যাপি এ কাব ক্যাম্পুরীতে উপজেলার আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে ৩০ টি গ্রুপে সর্বমোট ২১০ জন কাব অংশ নিয়েছে। যার মধ্যে প্রত্যেক গ্রুপে ১ জন করে কাব লীডার সহ ৬ জন কাব সদস্য রয়েছে। তিন দিনের এ কাব ক্যাম্পুরীতে সার্বিক তত্তাবধানে রয়েছেন খুলনা জোনের ডি, ডি লতিফ উদ্দীন আহম্মেদ, এ, এল, টি হুমায়ুন কবির বাবলু, আব্দুল মাজেদ, এন, টি, সি মোঃ রশিদুজ্জামান, উড ব্যাজ শেখ কামাল উদ্দীন ও মোঃ আব্দুল্লাহ।
মোঃ সাইফুল ইসলাম:-"আদর্শ মানুষ গঠনে স্কাউটিং" এ স্লোগান কে সামনে রেখে বাংলাদেশ স্কাউটিং পাইকগাছা উপজেলা শাখার উদ্যোগে খুলনার পাইকগাছায় উপজেলা কাব ক্যাম্পুরী ২০১৭ শুরু হয়েছে। বুধবার ২৭/১২/১৭ ইং তাং উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটসের সভাপতি মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে এবং উপজেলা উড ব্যাজ মোঃ লুৎফর রহমানের নেতৃত্বে উপজেলার আওতাধীন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কাবদের অংশ গ্রহনে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে তিন দিন ব্যাপি এ কাব ক্যাম্পুরী শুরু হয়েছে। ৩ দিন ব্যাপি এ কাব ক্যাম্পুরী শেষ হবে আগামী ২৯ ডিসেম্বর'১৭ শুক্রবার। ৩ দিন ব্যাপি এ কাব ক্যাম্পুরীতে উপজেলার আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে ৩০ টি গ্রুপে সর্বমোট ২১০ জন কাব অংশ নিয়েছে। যার মধ্যে প্রত্যেক গ্রুপে ১ জন করে কাব লীডার সহ ৬ জন কাব সদস্য রয়েছে। তিন দিনের এ কাব ক্যাম্পুরীতে সার্বিক তত্তাবধানে রয়েছেন খুলনা জোনের ডি, ডি লতিফ উদ্দীন আহম্মেদ, এ, এল, টি হুমায়ুন কবির বাবলু, আব্দুল মাজেদ, এন, টি, সি মোঃ রশিদুজ্জামান, উড ব্যাজ শেখ কামাল উদ্দীন ও মোঃ আব্দুল্লাহ।


মন্তব্যসমূহ