কপিলমুনিতে পূজা বন্ধের হুমকি ও চাঁদা দাবীর প্রতিবাদে মানববন্ধন

কপিলমুনি (খুলনা)::খুলনার পাইকগাছা উপজেলা যুবলীগ নেতা কর্তৃক পূজা বন্ধের হুমকি ও ৫০ হাজার টাকা চাঁদা দাবি করায় সোমবার বিকালে কপিলমুনি বাজারে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ যুবলীগনেতার বিচারের দাবিতে পূজা বন্ধ রেখেছে আয়োজক কমিটি। এর আগে রবিবার শতাধিক এলাকাবাসী কপিলমুনি ইউনিয়ন পরিষদে হাজির হয়ে লিখিত অভিযোগ করেন।
লিখিত অভিযোগে প্রকাশ, উপজেলার কপিলমুনি গোয়ালবাথানে জি কে টি সি সি সন্নাসীতলা মহা শশ্মান ও শশ্মানকালী মন্দিরের উদ্যোগে আগামী ১২ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত ৫ দিন ব্যাপী কালি পূজার আয়োজন করা হয়। শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে উপেজলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আঃ রাজ্জাক রাজু মন্দির কমিটির সাধারণ সম্পাদক কৃষ্ণ পদ ঢালীর ০১৯২৫-১৮০৭১৩ মুঠোফোনে তার ০১৭১১-০৬৬১৬৩ এই নাম্বার থেকে সেখানে পূজা বন্ধ করেত হুমিক দেয়। বলা হয় সেখানে পূজা করতে হলে তাকে ৫০ হাজার টাকা চাঁদা ও আমন্ত্রণ পত্রে অতিথিদের সাথে তার নামও বাধ্যতামূলক রাখেত হবে, তা না হলে তাদের সেখানে পূজা করতে দেয়া হবেনা। বিষয়টি কৃষ্ণপদ তাৎক্ষণিক পূজা কমিটির অন্যান্য নেতৃবৃন্দসহ এলাকাবাসীকে জানালে তারা অনুষ্ঠানের প্রস্তুতি কার্যক্রম সাময়িক ভাবে বন্ধ করে দেন। এদিকে শনিবার এলাকবাসী সম্মলিতভাবে কপিলমুনি ইউিনয়ন পরিষদে ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে মন্দির কমিটির সাধারণ সম্পাদক কৃষ্ণ পদ ঢালী, প্রীতিশ মন্ডল, বিনাই গোলদার, প্রনাব কন্তি মন্ডল, সুকুমার ঢালী সহ ৪৬ জন এলাকাবাসী একটি লিখিত অভিযোগ করেছেন।
এ ব্যাপারে অভিযুক্ত যুবলীগের সাংগঠনিক সম্পাদক আঃ রাজ্জাক রাজু বলেন, আমি শুধু বলেছিলাম অনুষ্ঠানের ব্যানারে আমার নামটা রাখতে। চাঁদাদাবীর বিষয়টা সঠিক নয় দাবী করে তিনি বলেন, আগামী ইউপি নির্বাচনে আমি কপিলমুনি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রাথী তাই আমার প্রতি ইর্ষান্নিত হয়ে এমন অভিযোগ তোলা হয়েছে।
পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস বলেন, এমন একটা বিষয় আমি শুনেছি তবে আমার কাছে লিখিত কোনো অভিযোগ দেওয়া হয়িন।
কপিলমুনি ইউপি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়াদ্দার বলেন, অভিযোগ পেয়েছি, এ ব্যাপারে এমপি ও পূজা উদযাপন পরিষদসহ সংশ্লিষ্ঠ সকলকে নিয়ে বসাবসি করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে সোমবার বিকেলে কপিলমুনি পোষ্ট অফিস সংলগ্ন চৌরাস্তা মোড়ে মন্দির কমিটির সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও পথসভায় বক্তব্য রাখেন উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, কলেজ উপাধ্যক্ষ ত্রিদিব কান্তি মন্ডল, উপজেলা আ’লীগ নেতা দিপক কুমার মন্ডল, নির্ম্মল মজুমদার, কপিলমুনি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকন, অধ্যাপক রেজাউল করিম, সিটি প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জগদীশ দে, ইউপি সদস্য ইউনুস আলী মোড়ল, মোস্তাফিজুর রহমান মিন্টু, শেখ রবিউল ইসলাম, আব্দুস সালাম মোড়ল, যুবলীগ নেতা সুকুমার ঢালী, প্রণব কান্তি মন্ডল, কপিলমুনি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শুভংকর রায়, জি এম হারুন, ছাত্রলীগ নেতা মধুসুদন হালদার, মাধব ঢালী, বিনয় কৃষ্ণ গোলদার, শংকর ঢালী প্রমুখ। বক্তারা অবিলম্বে আব্দুর রাজ্জাক রাজুকে গ্রেফতার পূর্বক শাস্তি দাবী করেছেন।

মন্তব্যসমূহ