নিউজ ডেক্স:-
আওয়ামী লীগের নীতি-নির্ধারণী পর্যায়ের নেতারা বলছেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে বিএনপি মাঠে নামার চেষ্টা করবে। তার আগেই মাঠ দখলে নিয়ে নিতে চান ক্ষমতাসীন দলের নেতারা। তাদের প্রত্যাশা আওয়ামী লীগ আগে থেকে মাঠ দখলে রাখতে পারলে বিএনপি মাঠে নেমে সুবিধা করতে পারবে না।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান বলেন, ‘আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জানুয়ারিতে সারা দেশে সফরে নামবেন দলের কেন্দ্রীয় নেতারা। সভার সিদ্ধান্ত অনুযায়ী সভাপতিমণ্ডলীর সদস্যরা সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে সমন্বয় করে জেলা সফরে নামবেন।’
তিনি বলেন, ‘এই সফরে বিএনপির অপপ্রচারের জবাব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের বিরুদ্ধে বিএনপি যে গভীর ষড়যন্ত্র শুরু করেছে, তার জবাবও এই সফরে দেওয়া হবে।’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক বলেন, ‘নতুন বছর সাংগঠনিক সফরে নামবেন আওয়ামী লীগের উচ্চপর্যায়ের নেতারা। সেখানে বিএনপির অপপ্রচার-অপরাজনীতির জবাব দেওয়া হবে। নির্বাচনি লড়াইয়ের প্রস্তুতিও এই সফর থেকে শুরু হবে।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের কেন্দ্রীয় নেতাদের সারা দেশ সফরে নামার নির্দেশ দিয়েছেন।’
সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহ বলেন, ‘বিএনপি-জামায়াত জোটের অপপ্রচারের জবাব দিতে আওয়ামী লীগের শক্তিশালী টিম জেলা সফরে নামার নির্দেশ দিয়েছেন দলীয় সভাপতি শেখ হাসিনা। জানুয়ারি থেকে শুরু করে নির্বাচন-পর্যন্ত সারা দেশ চষে বেড়াবে কয়েকটি ভাগে বিভক্ত হওয়া শীর্ষ নেতাদের সমন্বয়ে এসব টিমগুলো।’
তিনি বলেন, ‘সফরকারী প্রতিনিধি দলের কাজ হবে অপপ্রচারের বিরুদ্ধে জবাব দেওয়ার পাশাপাশি সরকারের উন্নয়নমূলক কাজের চিত্র জনগণের কাছে তুলে ধরা। একই সঙ্গে দলের ভেতর দ্বন্দ্ব-অনৈক্য দূর করা।’
বিএনপির সরকারবিরোধী ‘অপপ্রচার’ ও রাজনৈতিক কর্মসূচি মোকাবিলায় এবার মাঠে নামছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এ লক্ষ্যে দলের সভাপতিমণ্ডলীর সদস্য, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের সমন্বয়ে গঠিত আটটি প্রতিনিধি দলকে দেশের আটটি সাংগঠনিক বিভাগে পাঠানো হবে। আর এই বিভাগীয় সফরে নামবেন খোদ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।
৫ জানুয়ারি ঢাকায় ‘গণতন্ত্র রক্ষা দিবস’-এর কর্মসূচি পালনের মধ্য দিয়ে সারা দেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা এই সফর শুরু করবেন। ক্ষমতাসীন দলটির নীতি-নির্ধারণী পর্যায়ের একাধিক নেতার সঙ্গে আলাপকালে এমন তথ্য পাওয়া গেছে।আওয়ামী লীগের নীতি-নির্ধারণী পর্যায়ের নেতারা বলছেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে বিএনপি মাঠে নামার চেষ্টা করবে। তার আগেই মাঠ দখলে নিয়ে নিতে চান ক্ষমতাসীন দলের নেতারা। তাদের প্রত্যাশা আওয়ামী লীগ আগে থেকে মাঠ দখলে রাখতে পারলে বিএনপি মাঠে নেমে সুবিধা করতে পারবে না।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান বলেন, ‘আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জানুয়ারিতে সারা দেশে সফরে নামবেন দলের কেন্দ্রীয় নেতারা। সভার সিদ্ধান্ত অনুযায়ী সভাপতিমণ্ডলীর সদস্যরা সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে সমন্বয় করে জেলা সফরে নামবেন।’
তিনি বলেন, ‘এই সফরে বিএনপির অপপ্রচারের জবাব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের বিরুদ্ধে বিএনপি যে গভীর ষড়যন্ত্র শুরু করেছে, তার জবাবও এই সফরে দেওয়া হবে।’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক বলেন, ‘নতুন বছর সাংগঠনিক সফরে নামবেন আওয়ামী লীগের উচ্চপর্যায়ের নেতারা। সেখানে বিএনপির অপপ্রচার-অপরাজনীতির জবাব দেওয়া হবে। নির্বাচনি লড়াইয়ের প্রস্তুতিও এই সফর থেকে শুরু হবে।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের কেন্দ্রীয় নেতাদের সারা দেশ সফরে নামার নির্দেশ দিয়েছেন।’
সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহ বলেন, ‘বিএনপি-জামায়াত জোটের অপপ্রচারের জবাব দিতে আওয়ামী লীগের শক্তিশালী টিম জেলা সফরে নামার নির্দেশ দিয়েছেন দলীয় সভাপতি শেখ হাসিনা। জানুয়ারি থেকে শুরু করে নির্বাচন-পর্যন্ত সারা দেশ চষে বেড়াবে কয়েকটি ভাগে বিভক্ত হওয়া শীর্ষ নেতাদের সমন্বয়ে এসব টিমগুলো।’
তিনি বলেন, ‘সফরকারী প্রতিনিধি দলের কাজ হবে অপপ্রচারের বিরুদ্ধে জবাব দেওয়ার পাশাপাশি সরকারের উন্নয়নমূলক কাজের চিত্র জনগণের কাছে তুলে ধরা। একই সঙ্গে দলের ভেতর দ্বন্দ্ব-অনৈক্য দূর করা।’

মন্তব্যসমূহ