রাজশাহীর দূর্গাপুরে আ'লীগ-বিএনপি'র সংঘর্ষ : আহত ১০

নিউজ ডেস্ক :-
রাজশাহীর দুর্গাপুরে তুচ্ছ ঘটনার জের ধরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্যকেন্দ্রে ও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কুহাড় গ্রামে এ ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয়রা জানান, উপজেলার কুহাড় গ্রামের বিএনপি সমর্থক অফিজ উদ্দিনের ছাগলে একই গ্রামের শুকুর উদ্দিনের পুত্র আওয়ামী লীগ সমর্থক জামালের বেগুন ক্ষেত নষ্ট করে। মঙ্গলবার দুপুরে জামাল তার বেগুন ক্ষেতে গিয়ে ছাগল গুলো আটক করে অফিজ উদ্দিনের বাড়িতে বলতে যায়। কিছুক্ষন পর বিষয়টি দলীয় আকারে রূপ নেয়। বিকেল সাড়ে ৩টার দিকে অফিজ উদ্দিনের পক্ষে বিএনপি সমর্থক লোকজন জামালের বাড়িতে গিয়ে মারিপট শুরু করে। এ সময় আওয়ামী লীগ সমর্থক লোকজনও জামালের পক্ষে অবস্থান নেন। এক পর্যায়ে দুপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়।
সংঘর্ষে আওয়ামী লীগ সমর্থক জামাল (৪৫), জামালের স্ত্রী হানুফা বিবি (৩৫), জামালের কন্যা আদরী খাতুন (১৪), আওয়ামী লীগ সমর্থক সাইফুল (৩০) ও আব্দুল হান্নান (৩২) আহত হন। অপরদিকে, অফিজ উদ্দিন (৫০) ছাড়াও তার পক্ষের কয়েকজন আহত হন। ঘটনার পর আহতদের উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্যকেন্দ্রে ও রামেক হাসপাতালে ভর্তি করেন স্থানীয় প্রতিবেশীরা। এর আগে দুপক্ষের লোকজনের মধ্যে সরকারি খাস পুকুরের দখল নিয়ে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওই ঘটনার জের ধরেই তুচ্ছ ঘটনাটি সংঘর্ষে রুপ নিয়েছে।
দুর্গাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, ছাগলে বেগুনের ক্ষেত খাওয়া নিয়ে মুলত ঘটনার সূত্রপাত। পরে সেটি দলীয় ভাবে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

মন্তব্যসমূহ