পাইকগাছার রাড়ুলী ইউপির দু'ওয়ার্ডে যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত

মোঃ সাইফুল ইসলাম:-  আজ স্থায়ীয় কাটিপাড়া বাজারে সকাল ১০ টায় বাবু বিকাশ দত্ত এর সভাপতিত্বে ১ও২ নং ওয়ার্ডের যুবলীগের ত্রি- বার্ষিকী সম্মেলন অনুষ্টিত হয়। উক্ত সম্মেলন উদ্ধোধন করেন রাড়ুলী ইউনিয়ন যুবলীগের সংগ্রামী আহবায়ক বাবু বিমল কুমার পাল।
     প্রধান অতিথি হিসাবে উপস্থিত

ছিলেন পাইকগাছা উপজেলা যুবলীগের সভাপতি এস এম শামছুর রহমান। প্রধান বক্তা বাবু কাজল কান্তি বিশ্বাস। বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন উপজেলা যুবলীগের সহ সভাপতি এস এম রেজাউল হক। আমন্তরিত অতিথি উপজেলা সদস্য মোঃ আরশাদ আলী বিশ্বাস, রাড়ুলী ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক বাবু শংকর দেবনাথ। ইউনিয়ন আঃ লীগ সদস্য মোঃ আব্দুল হাকিম গোলদার,, বক্তব্য রাখেন গৌরাঙ্গ মন্ডল,পরেশ চন্দ্র মন্ডল,শাহারাবুল ইসলাম, সেলিম রেজা, শুভাংকর রায়,হরিদাস সরদার,হিরামন মন্ডল, ছাত্রলীগ নেতা পার্থ সানা,সোহান, প্রদিপ মন্ডল, আমজেদ মোড়ল,বিকাশ সরকার, বিদেশ নাথ,উজ্জল বিশ্বাস, শহীদ গাজী,তাপস ঘোষ, বিপ্লব বিশ্বাস প্রমুখ সম্মেলন শেষে ১ নং ওয়ার্ডের সভাপতি,পল্লব বিশ্বাস, সাধারন সম্পাদক লতিফ মোল্লা, ও ২নং ওয়ার্ড সভাপতি, বিকাশ দত্ত, সাধারন সম্পাদক, আব্দুল ওয়াদুদ মোড়ল, সহ ৪১ সদস্য বিশিষ্ট ১ ও২ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগ কমিটি গঠন করা হয়।

মন্তব্যসমূহ