শিবগঞ্জ সীমান্তে ভারত থেকে নিয়ে আসা ৯ টি উট আটক

নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ২টি সীমান্ত থেকে ৯টি উট আটক করেছে বিজিবি। বিজিবি জানায় শুক্রবার ভোররাতে উপজেলার সোনামসজিদ সীমান্ত দিয়ে ভারত থেকে ৬ টি উট নিয়ে বাংলাদেশে আসার সময় সোনামসজিদ কোম্পানী সদরের বিজিবি সদস্যরা এবং শিয়ালমারা সীমান্ত দিয়ে ৩ টি উট বাংলাদেশে প্রবেশের সময় শিয়ালমারা সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা আরো ৩টি উট আটক করে। তবে এ সময় কোন চোরাকারবারী কে আটক করতে পারেনি বিজিবি।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ রাশেদ আলী ঘটনার সত্যতা শিকার করে জানান, এ ব্যাপারে শিবগঞ্জ থানায় পৃথক পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার হওয়া উটগুলো শিবগঞ্জ শুল্ক স্টেশনে জমা দেয়া হয়েছে।(
চাপাই বার্তা)

মন্তব্যসমূহ